1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনসার্ট আয়োজকদের বিরুদ্ধে মামলা ঠুকলেন মাইকেল জ্যাকসনের মা

১৬ সেপ্টেম্বর ২০১০

প্রয়াত পপ আইকন মাইকেল জ্যাকসনের মা তাঁর ছেলের কনসার্ট আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ ২০০৯ সালে লন্ডনে কয়েকটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল জ্যাকসনের৷ কিন্তু তার আগেই সে বছরের ২৫শে জুন প্রাণ হারান এই পপ আইকন৷

https://p.dw.com/p/PDiJ
লস অ্যাঞ্জেলেস এভাবেই শেষ বিদায় জানায় জাকসনকেছবি: picture alliance/dpa

যারা এই কনসার্ট আয়োজনের ব্যবস্থা করছিলেন সেই, এইজি দলের বিরুদ্ধে অভিযোগ করে ক্যাথেরিন জ্যাকসন বলেছেন, মহড়ার দিনগুলোতেই জ্যাকসনের মৃত্যু হয়েছে, তাই জ্যাকসনের মৃত্যুর দায়দায়িত্ব তাদের ওপরও বর্তায়৷

লস অ্যাঞ্জেলেসের সর্বোচ্চ আদালতে ক্যাথেরিন জ্যাকসন মামলা দায়ের করেছেন, তাঁর নিজের এবং জ্যাকসনের তিন সন্তানের নামে৷ অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে৷ মামলায় বলা হয়েছে, জ্যাকসনের ডাক্তার ড. কনরাড মুরের সিদ্ধান্তকেই মেনে নিয়েছিল এইজি৷ আর সেটির দায়িত্ব এই দলটির ওপরই বর্তায়৷ জ্যাকসনের ডাক্তারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে জ্যাকসনকে হত্যার অভিযোগ আনা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে৷ কিন্তু পরে ৭৫ হাজার ডলার বন্ডের বিনিময়ে ৫৭ বছর বয়সি এই ডাক্তারকে মুক্তি দেয়া হয়৷

ঐ কনসার্টের মহড়া চলাকালে জ্যাকসনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে ক্যাথেরিন জ্যাকসন তাঁর অভিযোগে উল্লেখ করেন৷ তিনি আরো বলেন, একই ধরনের অবহেলা মুরেও করেছেন৷ মামলায় আরো বলা হয়েছে যে, মাইকেলের ছেলে মাইকেল জুনিয়র, তাঁর বাবার কষ্টের প্রত্যক্ষদর্শী৷

এদিকে, এইজি দলের একজন মুখপাত্র বলেছেন, তাঁর কোম্পানি এই মামলা সম্পর্কে জানে না এবং তাঁদের পক্ষ থেকে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি৷ লস অ্যাঞ্জেলেসের বিচারক মাইকেল প্যাস্টর ২০১১ সালের জানুয়ারিতে এই মামালার শুনানির দিন ধার্য্য করেছেন৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ