1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংক্রিট দিয়ে তৈরি আসবাবপত্র!

২৭ ডিসেম্বর ২০১৬

কংক্রিট শব্দটি শুনলেই বাড়িঘর, সেতু বা কোনো বড় নির্মাণ প্রকল্পের ছবি মনে আসে৷ কিন্তু উন্নত কার্বন দিয়ে তৈরি হালকা অথচ মজবুত টেক্সটাইল কংক্রিট দিয়ে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য বস্তু তৈরি করার তোড়জোড় চলছে৷

https://p.dw.com/p/2UsXv
প্রতীকী ছবি
ছবি: Deutscher Zukunftspreis

কার্বনের জাল যোগ করে কংক্রিটের আরও একটি স্তরের মধ্যে তা বসানো হয়৷ সবশেষে চূড়ান্ত টেক্সটাইল কংক্রিট ২৪ ঘণ্টা ধরে শক্ত করা হয়৷ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রো. মানফ্রেড কুয়রবাখ বলেন,‘‘হালকা কাঠামোর কারণে কম উপকরণ লাগে৷ জ্বালানিও কম পোড়ে৷ সিমেন্ট তৈরির সময় কম কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হয়৷''

টেক্সটাইল কংক্রিট কত চাপ নিতে পারে, এবার তার প্রমাণ দেবার সময় এসেছে৷ যে সব প্রকল্পে টেক্সটাইল কংক্রিট ব্যবহার করা হচ্ছে, সেগুলির সার্ভে-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থপতিরা এই প্রযুক্তি সম্পর্কে আরও জানতে গবেষণাগারে ক্র্যাশ টেস্ট-এর ফলাফল কাজে লাগাতে পারেন৷

বিজ্ঞানীরা টেক্সটাইল কংক্রিট দিয়ে তৈরি একটি গার্ডারের উপর চাপ সৃষ্টি করে ভাঙার ঠিক আগের অবস্থা পর্যন্ত নিয়ে যেতে চান৷ চাপ ক্রমেই বাড়িয়ে দেওয়া হয়৷ চিড় ধরতে শুরু করে৷ কিন্তু ভেতরের কার্বন উপকরণ প্রবল চাপ সহ্য করার ক্ষমতা রাখে৷ পরীক্ষায় দেখা গেল, যে টেক্সটাইল কংক্রিট প্রচলিত রিইনফোর্সড কংক্রিটের তুলনায় ৬ গুণ বেশি মজবুত৷

তবে নতুন এই উপকরণের এত গুণ থাকা সত্ত্বেও সেটি কিন্তু ধ্বংস করা সম্ভব৷ প্রো. কুয়রবাখ বলেন, ‘‘আমরা যখন টেক্সটাইল কংক্রিট দিয়ে প্রথম সেতু তৈরি করতে চেয়েছিলাম, তখন তার দুটি সংস্করণ তৈরি করতে হয়েছিল৷ ল্যাবে একটি সেতুর উপর যতটা সম্ভব ভার চাপানো হয়েছিল, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সহনশীলতা মাপতে পারে৷ এটাই সেই সংস্করণ৷ এখনো চিড় দেখা যাচ্ছে, কোনোরকমে মেরামতি করে দেখানো হচ্ছে৷''

সেতুর অন্য সংস্করণটি দেখিয়ে দিয়েছে, সেটি কতটা মজবুত৷ ল্যাবে ও হাতেনাতে বিভিন্ন পরীক্ষা থেকে পাওয়া জ্ঞানের ভিত্তিতে বিজ্ঞানীরা আরও নির্মাণের পরিকল্পনা করছেন৷

টেক্সটাইল কংক্রিট দৈনন্দিন বস্তু তৈরির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষায় উদ্বুদ্ধ করে৷ ড্রেসডেন ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে ডিজাইন করা আসবাবপত্রে আরাম করে বসতে পারে৷ প্রো. কুয়রবাখ বলেন, ‘‘আসলে ঘরের মধ্যে কংক্রিটের ব্যবহার সহজে আশা করা যায় না৷ এটা বিস্ময়কর নয়, কারণ কংক্রিট হয় মোটা, বড়সড় ও ভারি৷ ফলে বসার ঘরে এমন উপকরণ কেউ চায় না৷ কিন্তু কার্বন ব্যবহার করলে অত্যন্ত পাতলা করে তৈরি করা যায়৷ ছোট, পাতলা অংশ তৈরি করে তা দিয়ে চেয়ার, টেবিল অথবা সোফা তৈরি করা যায়৷''

টেক্সটাইল কংক্রিট ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে৷ কে জানে, ভবিষ্যতে এমন পাতলা ও মজবুত টেক্সটাইল কংক্রিট দিয়ে কী তৈরি হবে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য