1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার ভারত সফরে লাভবান হবে বাংলাদেশও

৮ নভেম্বর ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের অর্থনৈতিক লাভের অংশীদার বাংলাদেশও হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷ এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের অবস্থান শক্ত হবে৷

https://p.dw.com/p/Q1Cy
ভারত সফরে সস্ত্রীক বারাক ওবামাছবি: AP

বারাক ওবামার সফরের পর ভারত বাংলাদেশকে আরো গুরুত্ব দেবে৷ আর বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে সুবিধা নিতে হবে৷ ওবামার ভারত সফরের গুরুত্বপূর্ন বিষয় অর্থনীতি৷ ১০ বিলিয়ন মার্কিন ডলারের বানিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট চাইছেন ৫০ হাজার অ্যামেরিকানের কর্মসংস্থান করতে৷আর ভারত চাইছে জ্বালানি সংকট মোকাবিলায় পারমাণবিক শক্তির ব্যবহার৷ আর এসব থেকে লাভবান হবে বাংলাদেশও ৷ বিশ্লেষকদের কথা হল মার্কিন যুক্তরাষ্ট্র তার ভারত নীতিতে বাংলাদশের সঙ্গে সম্পর্ককেও মাথায় রাখছে৷আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. শাহীদুজ্জামান মনে করেন ব্যবসা-বাণিজ্যে লাভের পাশপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্র সুবিধা হবে বাংলাদেশের৷ তিনি বলেন বাংলাদেশ সন্ত্রাস দমনে যে ভূমিকা রাখছে তাও মাথায় রয়েছে যুক্তরাষ্ট্রের৷ ভারত যেমন এক্ষেত্রে পাকিস্তানকে নিয়ে বিব্রত তেমনি বাংলাদেশেকে নিয়ে আশাবাদী ৷

আর ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি এখন আর তাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনা৷ লাভবান হয় প্রতিবেশীরা৷ এতে বাজার সৃষ্টি হয়৷ সৃষ্টি হয় ভোক্তা শ্রেণী যা নতুন সম্ভানা তৈরি করে৷ তিনি বলেন, ভারত কৌশলগত কারণে এমন কিছু করবেনা যাতে বাংলাদেশ ভারত ছেড়ে বেশি পরিমানে চীনমুখী হয়৷ ভারত-বাংলাদেশ সম্পর্ক তাই ‘উভয়পক্ষের জয়'-এমন অবস্থায় থাকবে৷

বিশ্লেষকরা জানান, বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে সম্পর্ককে ভালভাবে কাজে লাগান৷আর তা পারলে ভারতের কাছ থেকে সুবিধা আদায় সহজ হবে৷ সম্ভব হবে ওবামার সফর থেকে বাংলাদেশের লাভবান হওয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য