1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

১ এপ্রিল ২০১৬

বারাক ওবামা চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেছেন৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া যায় তা ঠিক করাই আলোচনার মূল উদ্দেশ্য৷ এর মাঝেই সাগরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া৷

https://p.dw.com/p/1INxT
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
(ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa/Kcna

বারাক ওবামা চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেছেন৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া যায় তা ঠিক করাই আলোচনার মূল উদ্দেশ্য৷ এর মাঝেই সাগরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া৷

এমন অভিযোগই করেছে দক্ষিণ কোরিয়া৷ দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বৈরি প্রতিবেশী উত্তর কোরিয়া আবার সাগরে ছোট আকারের একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে৷ দক্ষিণ কোরিয়া মনে করে; উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তাদের জন্য বড় রকমের হুমকি৷৷

ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টের
ছবি: picture-alliance/dpa/AP Photo/J.Martin

গত জানুয়ারিতে চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া৷ তার একমাস পরই নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র৷ আন্তর্জাতিক চাপ তীব্র হয় দেশটির ওপর৷উত্তর কোরিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

বৃহস্পতিবার চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ওয়াশিংটনে অনুষ্ঠানরত তিন দিনের এ বৈঠকের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি৷ তবে ওবামা এশিয়ার দুই মিত্র দেশকে আশ্বস্ত করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশে থাকবে৷

এছাড়া বৈঠকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘থিয়েটার হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স সিস্টেম', অর্থাৎ টিএইচএএডি মোতায়েনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে৷

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করলেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য