1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নারীর অধিকার

১ আগস্ট ২০১৭

হুম, এই প্রশ্নটাই উঠেছে এক ভিডিওতে৷ সব বাংলাদেশিদের মাতৃভূমি বাংলাদেশ৷ কিন্তু সেই দেশের নারীরা নিজেদের মাতৃভূমির কতটুকু একান্তই নিজের দাবি করতে পারেন? উত্তর: মাত্র চার শতাংশ!

https://p.dw.com/p/2hTcZ
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

স্বামী মারা গেছেন৷ একমাত্র কন্যাকে নিয়ে দিশেহারা মা৷ স্বামীর একটুকরা জমির কথা জানতেন তিনি৷ তাই স্বামীর এক ভাইয়ের কাছে সেই জমির কথা তুললেন৷ কিন্তু জমি তো মিললোই না৷ উলটো সেই ভাই কথা শুনিয়ে দিলেন৷ আর ধরিয়ে দিলেন অল্পকিছু টাকা৷ সঙ্গে স্বামীহারা নারীর কাঁধে চাপিয়ে দিলেন কন্যার দায়িত্ব৷

বাংলাদেশে নারী অধিকারের নিয়ে এত কথা হচ্ছে অথচ নারীকে সম্পদের ন্যায্য অধিকার দিতে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না৷ সম্পদের অধিকার না দিয়ে নারীর অধিকার নিশ্চিত কি আদৌ সম্ভব? এই প্রশ্নটিই তোলা হয়েছে বেসরকারি উন্নয়নসংস্থা ব্র্যাকের একটি সচেতনতামূলক ভিডিওতে৷ ইতোমধ্যে ফেসবুকে অনেকে শেয়ার করেছেন ভিডিওটি৷ ভিডিওটি পোস্ট করা হয়েছে ইউটিউবে৷

গবেষণা বলছে, বাংলাদেশে নারীদের হাতে সম্পদের অধিকার আছে গোটা দেশের মোট আয়তনের মাত্র চার শতাংশ৷ এই পরিস্থিতি বদলাতে কী করা যেতে পারে? জানান আপনার মতামত৷

এআই/ডিজি