1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক চলচ্চিত্র

৪ এপ্রিল ২০১২

‘পাল্ম দ'অর' বা গোল্ডেন পাম – কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার৷ এশিয়ার কোনো দেশের ছবি এবার সেই খেতাব পেলেও পেতে পারে৷ উৎসবের প্রধান বিচারক অন্তত তেমনটাই বলছেন৷

https://p.dw.com/p/14XPo
ছবি: APGraphics

ইটালির অভিনেতা কাম পরিচালক নানি মোরেত্তি এবার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন৷ বার্তা সংস্থা এএফপি'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এবার সেরা ছবির পুরস্কার দেয়া হবে এমন এক ফিল্মকে যেটা আমাকে বিস্মিত করবে, এমন কোনো ছবিকে নয় যেটা আমি ৫,০০০ বার দেখেছি৷''

ফ্রান্সের এই উৎসবে এশিয়ার ছবি সাধারণত কম দেখানো হয়৷ ফলে সেরার খেতাব জয়ের সম্ভাবনাও তাদের কম থাকে৷ তবে মোরেত্তি বলছেন, ‘‘চীনা ভাষার কোনো ছবির প্রথম না হওয়ার কোনো কারণ আমি দেখছিনা৷''

উল্লেখ্য, আগামী মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব৷ প্রধান বিচারক মোরেত্তির মোট ছয়টি ছবি এ পর্যন্ত কান উৎসবে দেখানো হয়েছে৷ এর মধ্যে ‘লা স্টানসা ডেল ফিলিও' যার বাংলা করলে দাঁড়ায় ‘ছেলের ঘর' ছবির জন্য ২০০১ সালে ‘পাল্ম দ'অর' জয় করেন তিনি৷ এছাড়া ১৯৯৪ সালে ‘কারো ডিআরিও' মানে ‘প্রিয় ডায়েরি' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান মোরেত্তি৷

প্রতিবেদন: জাহিদুল হক, এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য