1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমস: ক্রিকেট ফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি

২৫ নভেম্বর ২০১০

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে চূড়ান্ত পর্বের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে আফগানিস্তান৷ বৃহস্পতিবার ক্রিকেটের দুটি সেমিফাইনাল হয়েছে৷ একটি বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং অপরটি পাকিস্তান-আফগানিস্তান৷

https://p.dw.com/p/QHpz
বাংলাদেশ দলের আশরাফুলছবি: AP

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে বাংলাদেশ৷ অন্যদিকে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে চমক দেখিয়েছে আফগানিস্তান৷ ২২ রানে জিতেছে আফগানিস্তান৷ আর তাই শুক্রবার সোনার জন্যে লড়বে বাংলাদেশ এবং আফগানিস্তান৷ পাকিস্তানের বিপক্ষে জেতার পরে আফগান দলের ক্যাপটেন মোহাম্মদ নবী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘‘আফগানিস্তানের জন্যে এ এক বিশাল বিজয়৷ দেশে প্রত্যেকেই এই খেলা দেখেছে এবং এই বিজয়ে তারা খুশি৷ আর তাই আমাদেরকে অবশ্যই সোনা জয় করতে হবে৷'' তিনি বলেন,‘‘ ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথমে খুবই ভালো খেলেছে৷ তবে আমরা জানতাম যে সারাক্ষণই পাকিস্তান এইরকম ভালো খেলবে না এবং আমরা আমাদের আস্থা হারাইনি৷''

এই বিজয়ে আফগানিস্তানের উপদলনেতা করিম সাদেকও আনন্দ প্রকাশ করে বলেন, ‘‘আফগানিস্তানে সবাই টেলিভিশনে খেলা দেখেছে এবং আমাদের বিজয়ের জন্যে প্রার্থনা করেছে৷ এটা ছিল আমাদের স্বপ্ন৷''

অন্যদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত খেলায় শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১০১ রান৷ বাংলাদেশের স্পিনার সোহরাওয়ার্দি শুভ ৬ রান দিয়ে নেন ৪ উইকেট৷ ২৯ রানে ৩ উইকেট নেন শাহাদত হোসেন রাজীব৷ একটি করে উইকেট নেন নাইম ইসলাম এবং নাজমুল হোসেন৷ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে পৌঁছে যায়৷ বাংলাদেশের হয়ে নাইম ৩৪ বলে করেন ২৫ রান৷ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৫ বলে ১৮ রান করেন৷ নাজিমউদ্দিন করেন ১৬ রান৷

খেলা শেষে অধিনায়ক আশরাফুল সাংবাদিকদের বলেন, ‘‘ভালো খেলার এই ধারাবাহিকতা ফাইনালেও ধরে রাখতে চাই৷ আফগানিস্তানকে হারানো সহজ হবে না৷ জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে৷''

চূড়ান্ত খেলায় আফগানদের হারাতে পারলে বাংলাদেশ ইতিহাস গড়বে৷ এর আগে এশিয়ান গেমসে কখনোই সোনার পদক জিততে পারেনি তারা৷

প্রতিবেদক:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক