1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়াড আয়োজনে চীনের দক্ষযজ্ঞ

৫ নভেম্বর ২০১০

চীনের গুয়াংজোতে নভেম্বরের ১২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ১৬তম এশিয়ান গেমস৷ এবারের এশিয়াডে ৪৫ দেশের ১২ হাজার ক্রীড়াবিদ তাঁদের ক্রীড়া-নৈপুণ্যের পরাকাষ্ঠা দেখাবেন৷

https://p.dw.com/p/Pzhb

এবারের এশিয়ান গেমসকে বহুবর্ণিল করতে, এর আকাশকে নিরবিচ্ছিন্নভাবে মেঘমুক্ত, রৌদ্রকরোজ্জ্বল রাখতে ইতোমধ্যেই আবহাওয়া নিয়ন্ত্রক অস্ত্র-শস্ত্রে সজ্জিত বিমান মায় বৃষ্টি-গর্ভা মেঘ খেদানো রকেট আকাশে তাক করে এশিয়ান গেমস বরণে প্রতীক্ষারত চীনের দক্ষিণের শহর গুয়াংজো৷

আয়োজনের কেন্দ্র হওয়ার কারণে দক্ষিণ চীনের গোয়াংজো'র চারদিকে সাজ সাজ রবই পড়ে গেছে৷ প্রাদেশিক আবহাওয়া দপ্তর প্রধান ইউ ইয়ং জানিয়েছেন, মেঘ তাড়ানো রাসায়নিক ঠাসা পাঁচ পাঁচটি বিমানকে তৈরি করা হয়েছে যাতে নভেম্বরের ১২ তারিখে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের আকাশে স্থানীয় মেঘরা কোনো ঝামেলা পাকাতে না পারে৷ অবশ্য ২০০৮ সালেও বেইজিং অলিম্পিকের সময়েও একইধরণের প্রস্তুতি রেখেছিল চীন৷

৪২ পদের খেলধূলার জন্য রাখা হয়েছে চারশো ছিয়াত্তরটি সোনার মেডেল৷ যার জন্য যুঝবেন বারো হাজার ক্রীড়াবিদ৷ নতুন বিভাগ হিসেবে ডান্সস্পোর্ট, ড্রাগন-বোট রেসিং, রোলার স্পোর্টস, চায়নিচ চেজ এবং ক্রিকেট রয়েছে এবারের এশিয়াডে৷ সবাইকে সহায়তা করার জন্য থাকছে- সদা তৎপর, সদাহাস্যমুখ ছয় লক্ষ স্বেচ্ছাসেবীও, তারা প্রস্তুত এবারের এই এশিয়াড বরণের জন্য, কিভাবে হাসতে হবে তাদেরকে নাকি সেটিরও প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

China Taiwan Panda Bären
ছবি: AP

জানা গেছে, গেমসের জন্য নিবেদিতপ্রাণ থাকবেন পঁচাশি হাজার বাকি পাঁচ লক্ষ স্বেচ্ছাসেবীরা পুলিশ আর নিরাপত্তা কর্মীদেরকে সহায়তা করার পাশাপাশি নিয়োজিত থাকবেন ট্রাফিক এবং এশিয়াডে আগতদের তথ্য সহায়তা জন্য৷

এশিয়ান গেমস পান্ডা গ্রুপ নাকি সেচুয়ানের বাইফেং পান্ডা প্রজনন খামার থেকে ছয়টি পান্ডাও এনেছেন এশিয়াড উপলক্ষে৷ জানা গেছে, চীনের এই দূর্লভ প্রাণীদের গুয়াংজো'র সাফারি পার্কে রাখা হবে৷ পার্কটির কর্তাব্যক্তি ডংগুইকজিং বলেছেন, এশিয়াড আমাদের জন্য এক বিশেষ আয়োজন, সেকারণেই আমরা দূর্লভ এই পান্ডাদের এখানে প্রদর্শনীর জন্য এনেছি৷

নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গুয়াংজোকে৷ ইতোমধ্যেই একশোটি চেকপয়েন্ট বা তল্লাশীকেন্দ্র বসানো হয়েছে, সাময়িকভাবে শহরে ব্যক্তিগত যান-বাহনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, গুয়াংজোর বাতাসকে দূষণমুক্ত রাখতে নভেম্বরের ১ তারিখ থেকে সব ধরণের বড় স্থাপনা নির্মাণ, যাবতীয় খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে নূ্ন্যতম ধূলিকণাও এর বাতাসে মিশে বায়ূ দূষণ না ঘটাতে পারে৷

এশিয়াডে ক্রীড়াবিদদের ডোপিং বা মাদকগ্রহণ ঠেকাতেও আয়োজক চীনের এক মহাপরিকল্পনা রয়েছে৷ এশিয়াডের সময়টিতে প্রতিদিনই বিপুল সংখ্যক রক্ত আর মুত্রের নানান পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেই জানিয়েছেন চীনের অ্যান্টি ডোপিং এজেন্সির কর্মকর্তারা৷

এদিকে জানা গেছে, এশিয়াড উপলক্ষে এক মিলিয়ন টিকেট খোলা বাজারে ছাড়া হয়েছে, ইতোমধ্যেই এশিয়াডের উদ্বোধনী দিনের আর সমাপণী দিনের টিকিট বিক্রি শেষ৷

সবকিছু মিলিয়ে চীনের গুয়াংজো এখন সেজে-গুঁজে অপেক্ষায় রয়েছে ১৬ তম এশিয়াডের শুরুর ক্ষণটির জন্য৷ এবারের এশিয়াড গুয়াংজোর ১২ টি কেন্দ্রে ছড়ানো বলে খানিকটা ট্রাফিক ভিতি থাকলেও আয়োজকরা আশা করছেন ১৬ দিন ব্যাপী এই ক্রীড়া আয়োজনটি পৃথিবী মাতাবে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক