1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমের শহর প্যারিস

মাক্স হোফমান/এসি৯ জুলাই ২০১৫

কথায় বলে, প্রেমের শহর প্যারিস, আবার নাচ-গান-ক্যাবারে-র জন্যও বিখ্যাত! শঁজেলিজে বুলেভার্ড-এর কথাই ভাবুন৷ এখানে বড় বড়, নামীদামী লেবেলের দোকান তো আছেই; সেই সঙ্গে আছে ‘মাদুরে' দোকানের প্যাস্ট্রি৷

https://p.dw.com/p/1Fv7V
Bildergalerie D Day Aktuell Paris
ছবি: Getty Images

ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে শঁজেলিজে – কিংবদন্তির সেই এলিসিয়ামের প্রান্তর, যেখানে গ্রিক শূরবীরদের আত্মা শান্তি পেতো – অথবা প্যারিসের শঁজেলিজে বিশ্বের একটি সর্বাধিক পরিচিত রাজপথ হয়ে ওঠে৷

নাৎসিদের হাত থেকে প্যারিস মুক্ত হবার পর শার্ল দ্য গোল স্বয়ং এই বুলেভার্ড দিয়ে কুচকাওয়াজ করে গিয়েছিলেন৷ ফ্রান্সের জাতীয় দিবস, চোদ্দই জুলাইতে আজও এই শঁজেলিজে বরাবর মিলিটারি প্যারেড হয়৷ ত্যুর দ্য ফ্রঁস সাইকেল রেস শেষ হয় এই শঁজেলিজে-তে৷ ১৯৯৮ সালে ফ্রান্স যখন ফুটবল বিশ্বকাপ জেতে, তখন ফ্যানরা এই শঁজেলিজে-তেই আনন্দোৎসব করেছিলেন৷

পুরো পথটি দেখতে হলে প্লাস দ্য লা কঁকর্দ থেকে যাত্রা শুরু করতে হবে৷ প্রথমে আসবে দু'পাশের বাগান৷ তারপর শুরু হবে বিশ্বখ্যাত সেই শপিং প্যারাডাইস, যার নাম শঁজেলিজে৷ পথের শেষে রয়েছে আর্ক দ্য ত্রিয়ুম্ফ নামধারী বিজয়তোরণ৷

Paris Fashion Week 2010 Flash-Format
প্যারিসের ফ্যাশন শোছবি: AP

আলোছায়া

টুরিস্ট গাইড আদ্রিয়ঁ স্টাল্টার-এর কাছে শঁজেলিজে-র নেতিবাচক দিকটিও সুস্পষ্ট৷ তিনি বলেন, ‘‘আমার মতে, শঁজেলিজে তার নিজস্বতার অনেকটাই হারিয়ে ফেলেছে৷ বড় বড় লেবেলগুলো এখানে দোকান খোলে, কেননা এখানে দোকান না রাখলে চলে না৷ বিশ বছর আগেও এখানে নানা ধরনের দোকান ছিল৷''

কথাটা ঠিক৷ টুরিস্টদের কাছে শঁজেলিজে একটি ‘মাস্ট', পরম দর্শনীয় বস্তু৷ সেই সঙ্গে ‘‘লাদুরে'' দোকানটির পেস্ট্রি – এখানকার ‘মাকারঁ'-গুলি বিশ্বখ্যাত, এক একটি রং মানে এক এক রকমের স্বাদ৷ কিন্তু টুরিস্টরা বড় বড় লেবেলের দোকান থেকেও কিনতে আসেন৷ ছোট ছোট দোকানের পক্ষে শঁজেলিজে-র ভাড়া চোকানো আজ আর সম্ভব নয়৷

খানিকটা প্রেস্টিজের ব্যাপারও বটে৷ বহু ফরাসির কাছে শঁজেলিজে-র শেষে আর্ক দ্য ত্রিয়ুম্ফ বা বিজয়তোরণটি হল ‘গ্রঁ নাসিয়োঁ' – ‘মহান ফরাসি জাতির' আসল প্রতীক৷ তরুণ ফরাসিরা হয়তো ঠিক সেরকম ভাবেন না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান