1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্ট জয়

২৯ মে ২০১২

উচ্চে ওঠার ইচ্ছা মানুষের সবসময়ের৷ তবে প্রচণ্ড ঝুঁকি নিয়ে সেই ইচ্ছা পূরণ করতে পারলে মানুষ হয় প্রশংসিত৷ এ বছর এভারেস্টের চূড়ায় উঠে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের তিন নারী-পুরুষ৷ আর ব্লগিং জগতে ঝড় তুলেছে তাঁদের সাফল্য৷

https://p.dw.com/p/153Xo
ছবি: picture-alliance/dpa

এ বছর প্রায় রেকর্ড সংখ্যক মানুষ মাউন্ট এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন৷ নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা তিলক পান্ডে জানিয়েছেন, এবার আবহাওয়া ভালো পেয়ে একদিনেই ১৫০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গে পৌঁছে যান৷ তবে জার্মান পরিসংখ্যানবিদ এবেরহার্ড ইয়ুরগালস্কি'র হিসাবে, ২০১০ সালের ২৩শে মে সর্বোচ্চ ১৬৯ জন এভারেস্ট চূড়ায় উঠেছিলেন৷ ফলে সেই রেকর্ড ভাঙতে পারেনি এবারের পর্বতারোহীরা৷

যাহোক, এবার বাংলাদেশের জন্য অবশ্য বেশ কিছু রেকর্ড গড়েছেন তিন পর্বতারোহী৷ একদিকে, নিশাত মজুমদারের প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়৷ আর দ্বিতীয় বাংলাদেশি নারী এবং সবচেয়ে কম বয়সি হিসেবে এভারেস্ট বিজয়ী হলেন ওয়াসফিয়া নাজরীন৷ এছাড়া দ্বিতীয় বারের মতো এভারেস্ট চূড়ায় গেছেন এম এ মুহিত৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম৷

স্বভাবতই তিন বীর বাংলাদেশির এবারের এভারেস্ট জয় নিয়ে বাংলা ব্লগিং জগতে লক্ষ্য করা গেছে অভিনন্দন, প্রশংসা এবং আলোচনার ধারা৷ আবার মত প্রকাশের স্বাধীনতার সুযোগে কিছু কটাক্ষ কিংবা ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন কিছু ব্লগার৷ তবে সেগুলোর জবাবও এসেছে বেশ দ্রুত৷

Musa Ibrahim
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমছবি: NACB

যাহোক, সোমবার বাংলা ব্লগিং সাইটগুলোর দিকে নজর দিলেই সামহোয়ার ইন ব্লগের একটি স্টিকি পোস্ট চোখে পড়বে৷ সেটি হলো ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট জয়ের পর তিনিসহ অন্যান্য বাংলাদেশি এভারেস্ট বিজয়ীদের নিয়ে ছোট্ট একটি পোস্ট৷ আর এটির নিচে রয়েছে সামহোয়ার ইন ব্লগ পরিবারের সদস্যদের নানা মতামত৷ অধিকাংশ ব্লগারই আমাদের সাহসী এভারেস্ট জয়ীদের নিয়ে অহংকার করেছেন, অভিনন্দন জানিয়েছেন৷ তবে কেউ কেউ আবার টিপ্পনি কেটেছেন এই সাহসী অর্জন নিয়েও৷

অবশ্য ‘দরিয়ানগর' নিক ব্যবহারকারী ব্লগার সতর্ক করে দিয়েছেন যে, এক্ষেত্রে যেন তাড়াহুড়ো না করে সতর্কতা অবলম্বন করা হয়৷ কারণ এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ গেলে সেটা হবে সবার জন্যই বিয়োগান্তক৷ এই ব্লগারের মতোই সতর্কবাণী শোনা গেছে নেপালের পরিবেশবিদ ও পর্বতারোহণে পথপ্রদর্শক দাওয়া স্টিভেন শেরপার কাছ থেকে৷ তাঁর মন্তব্য, ‘‘অনভিজ্ঞ পর্বতারোহী এবং বিশেষ করে নিজের দেশ থেকে প্রথম হওয়ার রেকর্ড গড়তে আগ্রহীরাই বেশি বিপদজনক অবস্থার সৃষ্টি করেন৷''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে প্রকাশিত পোস্টের প্রেক্ষিতে প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদারসহ অন্যান্যদের অভিনন্দন জানিয়েছেন ব্লগাররা৷ এছাড়া এবছর বব্স'এর ‘জুরি অ্যাওয়ার্ড' জয়ী আবু সুফিয়ানের ব্লগে রয়েছে অল্প কথায় উৎসাহব্যঞ্জক পোস্ট, ‘‘এত্তো এত্তো খারাপ খবরের মাঝে নিশাতের এভারেস্ট জয়৷ বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করেছেন আপনি৷ আপনি আমাদের গর্ব৷''

প্রথম আলো ব্লগে রয়েছে বাংলাদেশের বীর নারী-পুরুষদের এভারেস্ট বিজয় নিয়ে একাধিক পোস্ট৷ বাংলাদেশের জন্য গর্বের ইতিহাস সৃষ্টিকারী পর্বতচূড়া বিজয়িনী নিশাত-ওয়াসফিয়াকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে ‘শব্দনীড়'-এ৷ আমার ব্লগ, চতুর্মাত্রিক, সবার ব্লগ, রূপের নগর ব্লগ, সোনার বাংলাদেশ ব্লগ, আমার বর্ণমালা এবং সাতকানিয়া ব্লগ'সহ বাংলা ভাষার প্রায় সব ব্লগেই এসেছে বাংলাদেশি এভারেস্ট জয়ীদের নিয়ে একাধিক পোস্ট৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য