1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার হলিউডের বিরুদ্ধে মামলা করবে ইরান

১৫ মার্চ ২০১৩

অস্কার জয়ের আনন্দ উদযাপনের জন্য বোধহয় বেশি সময় পাবেনা ‘আর্গো’৷ ছবির প্রদর্শন বন্ধ করার হুমকি দিয়েছে ইরান৷ সঙ্গে এমন ছবির প্ল্যাটফর্ম হওয়ার জন্য হলিউডের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে আহমাদিনেজাদের দেশ৷

https://p.dw.com/p/17yNN
ছবি: Reuters

রাজনীতির ময়দানে ক'দিন পরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের লড়াই৷ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসার জন্য ক্রমাগত চাপের মুখে রাখা – এসবই মূলত কথাবার্তায় অন্তত সদা আক্রমণাত্মক রাখে আহমাদিনেজাদকে৷ ইরান এবার নেমেছে ‘আর্গো' এবং হলিউডকে একহাত দেখে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে৷ দেশটির অভিযোগ বেন অ্যাফ্লেক এ ছবিতে ১৯৭৯ সালের একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন৷ সেবার যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাসের ৫২ জনকে ১৪৪ দিন জিম্মি করে রাখা হয়েছিল৷ তবে ৬ জনকে আশ্রয় দিয়েছিল ক্যানাডিয়ান দূতাবাস৷

‘আর্গো' ছবিটি তৈরি হয়েছে তাঁদের উদ্ধার অভিযানের ঘটনা নিয়ে৷ ইরানের অভিযোগ, ছবিতে পুরো বিষয়টি এমনভাবে দেখানো হয়েছে যাতে বিন্দুমাত্র সত্য নেই৷ কল্পনার আশ্রয় নিয়ে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানো হয়েছে৷ তাই মামলার পরিকল্পনা৷ ইরানের গণমাধ্যম জানাচ্ছে হলিউডের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি এখন ইরানে গিয়ে প্রস্তুতি নিচ্ছেন ফ্রান্সের আইনজীবী ইসাবেল কুতঁ পেয়ার৷ হলিউডের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ‘আর্গো' যাতে কোথাও দেখানো সম্ভব না হয় সে ব্যবস্থাও করা হবে৷ ফরাসি আইনজীবী জানিয়েছেন, ছবিটির প্রদর্শনী যাতে বন্ধ রাখা হয় সে জন্য পরিবেশকদের ওপরও চাপ দেয়া হবে৷

এসিবি/এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য