1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার শীতকালীন অলিম্পিক আয়োজনের দৌড়ে চীন

৭ সেপ্টেম্বর ২০০৯

২০০৮ সালের চোখ ধাঁধানো অলিম্পিকের পর চীনের দৃষ্টি এবার শীতকালীন অলিম্পিকের দিকে৷ হারবিন বা চাংচুন শহর এই দায়িত্ব পাওয়ার চেষ্টা চালাতে পারে৷

https://p.dw.com/p/JUIM
২০১০ সালের শীতকালীন অলিম্পিকের আসর বসবে কানাডার ভ্যাঙ্কুভার শহরেছবি: AP

চীনে আবার অলিম্পিক প্রতিযোগিতার আসর বসতে চলেছে? ২০০৮ সালের চোখ ধাঁধানো অলিম্পিক আয়োজন করে চীন গোটা বিশ্বের স্বীকৃতি পেয়েছে৷ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই সাফল্যে উৎসাহ পেয়ে চীন এবার ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেতে আগ্রহী৷ চীনের কোন শহরে এই প্রতিযোগিতা আয়োজন করার প্রচেষ্টা চালানো হবে, তা এখনো স্থির করা হয় নি৷

সোমবার চীনের ক্রীড়ামন্ত্রী লিউ পেং বলেন, দেশে যে কোনো শহর এই দায়িত্ব নিতে চাইলে সরকার তাতে সমর্থন জানাবে৷ উত্তরের হারবিন শহর অবশ্য গত মাসেই চীনের রাষ্ট্রীয় পরিষদের কাছে এই মর্মে প্রস্তাব জমা দিয়েছে৷ চলতি বছরের শুরুতে ঐ শহরে আন্তর্জাতিক শীতকালীন বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল৷ জিলিন প্রদেশের চাংচুন শহরও শীতকালীন অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখাচ্ছে৷ সেখানে ২০০৭ সালে শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল৷ চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও ক্রীড়ামন্ত্রী লিউ পেং গত মাসে বলেছিলেন, ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের দায়িত্ব পাওয়া চীনের পক্ষে কঠিন হবে৷ উল্লেখ্য, ২০১০ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের চেষ্টা চালিয়ে হারবিন শহর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছিল৷ প্রাদেশিক গভর্নর লি ঝানশু অবশ্য এই ব্যর্থতার ফলে দমে যেতে প্রস্তুত নন৷ এমনকি ২০১৮ সালের প্রতিযোগিতার দৌড়ে আবার হেরে গেলে ২০২২ সালের জন্য চেষ্টা চালানো হবে, বলেন তিনি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক