1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরখাস্ত ভারতের বক্সিং ফেডারেশন

৭ ডিসেম্বর ২০১২

বীজেন্দ্র সিংয়ের বিনা দোষে মৃত্যুদণ্ড পাওয়ার দশা৷ বক্সিংয়ে ভারতকে প্রথম অলিম্পিক সোনা জেতানো এই বক্সারের এখন রিংয়ে নামা অর্থহীন৷ ভারতের বক্সিং ফেডারেশনই যে বরখাস্ত৷

https://p.dw.com/p/16xcv
India's Vijender Singh, right, punches Anthony Ogogo of England during the men's 75kg category boxing semifinals during the Commonwealth Games at the Talkatora Indoor Stadium in New Delhi, India, Monday, Oct. 11, 2010. Vijender, who was leading 3-0, was twice penalized for clinging leading to England's controversial win by 4-3. (ddp images/AP Photo/Saurabh Das)
ছবি: dapd

হ্যাঁ, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বরখাস্ত করার পর এবার সে দেশের অ্যামেচার বক্সিং ফেডারেশন (আইএবিএফ)-এর ওপরও নেমে এসেছে নিষেধাজ্ঞা৷

এক বিবৃতিতে আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ) জানিয়ে দিয়েছে এখন থেকে আইএবিএফ-এর কার্যক্রম বন্ধ৷ সুতরাং এখন থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত তারা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না, ভারতের কোনো বক্সারও পারবেন না দেশের বাইরে কোনো প্রতিযোগিতামূলক আসরে অংশ নিতে৷

অভিযোগটা কিন্তু গুরুতর৷ গত সেপ্টেম্বরে নির্বাচন হয়েছে আইএবিএফ-এর৷ নির্বাচনের আগে ১২ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করা অভয় সিং চৌতালাকে চেয়ারম্যান করতে তড়িঘড়ি সংবিধান সংশোধন করে আইএবিএফ৷ তাতে অভয় সিং সাময়িকভাবে লাভবান হলেও বিপর্যয় নেমে এসেছে ভারতের বক্সিং অঙ্গনে, নির্বাচনে নয়-ছয় করার অভিযোগে দেশের সর্বোচ্চ বক্সিং সংস্থা বরখাস্ত হওয়ায় বক্সারদেরও সর্বনাশ৷ হালে বক্সিংয়ে কিন্তু বেশ ভালো করছিলেন ভারতের বক্সাররা৷ লন্ডন অলিম্পিকে অনেকগুলো ইভেন্টেই তাঁদের সোনা জয়ের আশা শেষ দিকে শেষ হয়ে যায় বিশ্বসেরাদের কাছে হেরে৷

২০০৮-এর বেইজিং অলিম্পিকে বীজেন্দ্র সিং কিন্তু বিশ্বসেরাদেরও পাত্তা দেননি৷ রিংয়ে সব প্রতিপক্ষকে হারিয়েই জিতেছিলেন দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা৷ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ভারতের বক্সিং ফেডারেশনকে আপাতত নিষিদ্ধ করায় তাঁর মাথায় যেন বাজ পড়েছে৷ এনডি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি তীব্র হতাশা প্রকাশ করে বলেছেন, ‘‘এই বহিষ্কারাদেশ খুবই হতাশাজনক৷ এটা ভারতের ক্রীড়াবিদদের জন্য খুব খারাপ খবর৷ আমি আরো অনেকদিন দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম৷ কিন্তু এ ঘোষণা আমার এবং আমার মতো সব বক্সারের মনোবলই ভেঙে দেবে৷''

বহিষ্কারের আদেশ পেয়ে আইএবিএফ কিছুটা হতভম্ব৷ বার্তা সংস্থা রয়টার্সকে ফেডারেশনের সভাপতি অভিষেক মাতোরিয়া বলেছেন, আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ)-এর চিঠির জবাবে তাঁরা নির্বাচন সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একটা চিঠি পাঠিয়েছিলেন৷ মাতোরিয়ার মতে, আইবিএ ব্যাখ্যাগুলোর যৌক্তিকতা খতিয়ে না দেখেই বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, যা খুব দুঃখজনক৷ আইবিএ জানিয়েছে, তারা কথিত নির্বাচন নিয়ে তদন্ত করবে৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য