1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও আশাবাদী ওবামা

২৯ ডিসেম্বর ২০১২

সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর জন্য কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবিরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ যদিও শুক্রবার কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বৈঠকটি খুব একটা ফলপ্রসূ হয়নি৷

https://p.dw.com/p/17B6H
ARCHIV - ILLUSTRATION - US-Geldscheine liegen am 14.07.2011 in Dresden auf einer US-Flagge. US-Präsident Obama startet derzeit einen verzweifelten Versuch, den Etatstreit in letzter Minute zu lösen. Sollte es keine Einigung mit den Republikanern geben, drohen massive Kürzungen. Maßnahmen des Sparpaketes sind unter anderem das Anheben der Lohnsteuer um zwei Prozent oder das Streichen von bestimmten Hilfen für Arbeitslose. Foto: Arno Burgi dpa (Zu dpa «Obama greift in Etatstreit ein - Chancen auf Einigung schwinden» vom 27.12.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

শুক্রবার রাতে কংগ্রেসের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ উদ্দেশ্য, আসন্ন ‘ফিসক্যাল ক্লিফ' এড়ানোর জন্য একটি সমঝোতায় উপনীত হওয়া৷ তবে বৈঠকের পর আশানুরূপ কোন কিছু শোনা যায়নি৷ তবে এখনও আশা ছাড়েন নি মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি আশা করছেন দুই দল একটি সমঝোতায় হাজির হবে৷ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘‘আমি উভয় দলের নেতাদের সঙ্গে কাজ করছি তাদের একটি সমঝোতায় নিয়ে আসার জন্য যা আমাদের অর্থনীতিকে বড় করবে এবং ঘাটতি কমাবে- একটি পরিকল্পনা যা যৌক্তিকভাবে ব্যয় কমিয়ে আনবে এবং ধনীদেরকে আরও একটু বেশি কর দেওয়ার কথা বলবে, মধ্যবিত্তদের রক্ষা করবে৷ আমি এখনও চাই এটা হোক৷ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় এখন৷ আমি আশাবদী যে সময়মতই কংগ্রেসের উভয় কক্ষে এই সমঝোতা পাশ হবে৷''

উল্লেখ্য, এই বছর শেষ হওয়ার আগেই দুই দলের মধ্যে সমঝোতা প্রয়োজন৷ নইলে পহেলা জানুয়ারি থেকে ব্যাপক হারে কর বৃদ্ধি ঘটবে, পাশাপাশি সরকারি খাতে প্রচুর পরিমাণে ব্যয় সঙ্কোচন শুরু হবে৷ এর পরিণতিতে মধ্যবিত্তদের অনেক বেশি কর দিতে হবে এবং ব্যয় সঙ্কোচনের ফলাফলে অনেকে চাকরি হারাবে৷

President Barack Obama returns a Marine honor guard's salute as he steps off the Marine One helicopter and walks on the South Lawn at the White House in Washington, Thursday, Dec. 27, 2012, as he returned early from his Hawaii vacation for meetings on the fiscal cliff. (Foto:Charles Dharapak/AP/dapd)
ছবি: dapd

রিপাবলিকান দলের দাবি হচ্ছে, বাজেট ঘাটতি কমানোর জন্য সরকার ব্যয় সঙ্কোচনের দিকে যাক, যেটা স্পষ্টতই ওবামা ও ডেমোক্রেটদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর৷ ওবামা চাচ্ছেন, মধ্যবিত্তদের করের আওতা থেকে মুক্ত রাখতে, আর ধনীদের বেশি করের আওতায় আনতে৷ তবে রিপাবলিকানদের প্রস্তাব হচ্ছে, ধনীদের কর না বাড়িয়ে ব্যয় সঙ্কোচন করা হোক৷ আর কর বাড়ালে সেটা সবার জন্যই করা হোক৷

এদিকে দুই দলের মধ্যে সমঝোতা আনার দায়িত্ব দেওয়া হয়েছে সিনেটে ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলকে৷ তবে রিপাবলিকানরা যদি শেষ পর্যন্ত সমঝোতায় না আসে তাহলে পাল্টা ব্যবস্থাও হাতে রেখেছেন প্রেসিডেন্ট ওবামা৷ কেবল মধ্যবিত্তদের করের আওতা থেকে মুক্ত রাখার জন্য তখন তিনি আলাদা করে একটি বিল পাঠাবেন সিনেটে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা বেশি৷ সেটা হলে রিপাবলিকানরাই শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে ভিলেন হয়ে যাবে৷

আরআই/এএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য