1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তির প্রয়াস বনাম হত্যাযজ্ঞ

২২ ফেব্রুয়ারি ২০১৬

জন কেরির আশা প্রকাশের পরপরই সিরিয়ায় শুরু হয়ে গেল বোমা হামলা৷ দামেস্ক এবং হোমস নগরীতে উপর্যুপরি বোমা হামলায় এ পর্যন্ত অন্তত ১৪০ জন নিহত হয়েছে৷ শিয়া অধ্যুষিত এলাকায় পরিচালিত এসব হামলার দায় স্বীকার করেছে আইএস৷

https://p.dw.com/p/1Hzjg
Syrien Ärzte ohne Grenzen Bombardierung Krankenhaus
ছবি: picture-alliance/dpa/S.Taylor

রবিবার দামেস্কে যখন বোমা বিস্ফোরিত হয় তখন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা সবে বাড়ি ফিরতে শুরু করেছে৷ সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তখনই শুরু হয় হামলা৷ যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তারা অন্তত চারটি বোমা হামলা সম্পর্কে নিশ্চিত৷ চারটির একটি ছিল গাড়ি বোমা আর দু'টি আত্মঘাতী বোমা৷ চতুর্থ হামলাটির ধরণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

দামেস্কের দক্ষিণাঞ্চলীয় আক্রমনস্থলটির নাম সাঈদা জেইনাব৷ জেলা প্রশাসনের অধীনস্থ এই এলাকাটি শিয়া মুসলমানদের অন্যতম তীর্থস্থান হিসেবেও পরিচিত৷ এই এলাকার ওপর নিয়মিতই হামলা হয়৷ জানুয়ারি মাসেও তিন তিনটি হামলায় সেখানে অন্তত ৪৫ জনের প্রাণ গিয়েছে৷

সিরিয়ার হোমস নগরীও দীর্ঘদিন ধরেই আতঙ্কের জনপদ৷ রবিবার সকালে সেখানেও দু-দু'টি বোমা হামলা হয়৷ বোমা হামলার পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়৷ পাশের শহর জাহারা থেকেও দেখা গেছে সেই ধোঁয়া৷ হোমসের ওপরও সুন্নি মুসলমানদের তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদার হামলা প্রায় নিয়মিত ঘটনা৷

কেরির আশাবাদ নিরাশায় ঢেকে গেল?

রবিবার সকালেই সিরিয়া সম্পর্কে বেশ আশা জাগানিয়া মন্তব্য করেছিলেন জন কেরি৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনার পর জানিয়েছিলেন, সিরিয়ার গৃহযু্দ্ধে বহুল প্রতীক্ষিত বিরতি খুব তাড়াতাড়িই হয়ত সম্ভব৷ এ বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া এক ধরণের মতৈক্যে পৌঁছেছে বলেও জানিয়েছিলেন তিনি৷ তখনও অবশ্য দামেস্ক আর হোমস প্রচণ্ড বোমা বিস্ফোরণে বারবার প্রকম্পিত হতে শুরু করেনি, শুরু হয়নি লাশের মিছিল, স্বজনের আহাজারি আর আহতদের আর্তনাদ৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য