1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরের মধ্যে বন্ধ হবে গুয়ান্তানামো বন্দীশিবির

সাগর সরওয়ার২৩ জানুয়ারি ২০০৯

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বছরের মধ্যে কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দীশিবির বন্ধের নির্বাহী নির্দেশ দিলেন তাঁর কর্মকালের দ্বিতীয় দিনে৷

https://p.dw.com/p/GfAO
আর নয় গুয়ান্তানামো বন্দীশিবিরছবি: picture-alliance/ dpa / DW

নতুন এই সিদ্ধান্ত দেওয়ার পর ওবামা বলেন, যে তিনি যে এই প্রতিশ্রুতি শুধু নির্বাচনী প্রচারাভিযানের সময় দিয়েছেন, এমন নয়৷ জাতির স্থপতিদের ভাবনার সঙ্গে সংগতি রেখেও এই সিদ্ধান্ত৷ শুধু সাধারণ সময়ে নয়, কঠিন সময়েও আচরণের ক্ষেত্রে উঁচু মান রাখা প্রয়োজন৷

Reise Präsidentschaftskandidat Barack Obama im Irak
প্রেসিডেন্ট হবার পর কথা রাখতে শুরু করেছেন ওবামাছবি: AP

ঐ বন্দীশিবিরে আটক সন্দেহভাজন সন্ত্রাসীদের কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করা সহ সিআইএ'র গোপন কারাগারগুলো বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি৷

কিউবার গুয়ান্তানামো শিবিরে বিনা অভিযোগে বছরের পর বছর ধরে বন্দীদের আটক রাখা এবং কঠোর পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ নির্যাতনের পর্যায়ে পড়ে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করেন মার্কিন নাগরিকরা৷

এই ঘোষণার পর পরই বিশ্বনেতারা, মানবাধিকারবাদীরা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে শুরু করেছেন৷ নোবেল বিজয়ী নেলসন মান্ডেলা তাঁকে লেখা এক চিঠিতে বলেন, যে বিশ্ব সত্যিকারের অর্থেই একটি ঐতিহাসিক ঘটনা পরিলক্ষণ করছে৷ তিনি বলেন, এটা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, এটা বিশ্বের জন্যই একটি শুভ সংবাদ৷

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ভোল্ফগাং শয়েবলে বলেন, গুয়ানতানামো বন্দীশিবির সৃষ্টিটাই ভুল ছিল৷ তিনি বলেন, সেখানে যে সকল বন্দীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের অতি সত্ত্বর মুক্তি দেওয়া উচিত৷

স্বাগত জানিয়েছেন, মুসলিম বিশ্বের নেতারাও৷ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন যুগের সূচনা হলো৷