1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এই বৃদ্ধনিবাসে সবাই কষ্ট নিয়েই আসে’

সমীর কুমার দে ঢাকা
৯ অক্টোবর ২০১৭

ডা. শেখ লুৎফর রহমান ৪২ বছর ধরে প্রবীণদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান’ প্রতিষ্ঠানে৷ দেশের সবচেয়ে প্রাচীন এই প্রবীণ নিবাসের চিকিৎসকের কাছ থেকেই জানা যাক প্রবীণদের অবস্থা৷

https://p.dw.com/p/2lQ52
Bangladesch alte Menschen
ছবি: DW/M. M. Rahman

ডয়চে ভেলে : আপনি কেমন আছেন? এখানে কতদিন সেবা দিচ্ছেন?

ডা. শেখ লুৎফর রহমান : আল্লাহর রহমতে ভালো আছি৷ আমি ৪২ বছর ধরে প্রবীণদের চিকিৎসাসেবা দিচ্ছি৷

এখানে যোগ দেয়ার আগে কোথায় ছিলেন?

এখানে যোগ দেয়ার আগে সরকারী চাকরি করতাম৷ সেই চাকরি ছেড়ে ১৯৭৫ সাল থেকে এখানে কাছ করছি৷ 

এখানে তো আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন, তাই না?

ফ্রি আসলে বলা যাবে না৷ ওরা একটা সম্মানী দেয়৷ এটা দিয়েই চলছে৷

আপনার পরিবারের সদস্য কতজন? তাঁরা কোথায় থাকেন?

আমার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে৷ মেয়ে দু'টোই প্রফেসর৷ বড় ছেলেও মেডিক্যাল কলেজের প্রফেসর৷ আর ছোট ছেলে স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট৷ তাঁর স্ত্রীও মেডিক্যাল কলেজের প্রফেসর৷ বড় বৌমা শিক্ষক৷ 

DrSheikhLutforRahmanForAlaap - MP3-Stereo

আপনি এখানে এত লম্বা সময় ধরে আছেন, সেবা দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা কেমন?

শেষ জীবনে এসে অবস্থা এমন হয়েছে যে, একদিনও যদি এখানে না আসি, তাহলে আমার খারাপ লাগে৷ ছুটি হলেও খারাপ লাগে৷ এখানে এলে সবার সঙ্গে কথা বলি, এতে অনেক ভালো লাগে৷ আমার কাছে যাঁরা আসেন, তাঁরা তো কষ্ট নিয়েই আসেন৷ আমি তাঁদের কিছুটা স্বাস্থ্যসেবা দিতে পারি, কিছুটা মানসিক উপদেশ দিতে পারি, তখন তাঁরা আমাকে দোয়া করে৷ শুধু ঢাকা নয়, সারা দেশ থেকে রোগীরা আমার কাছে আসে৷ এমনকি বিদেশ ফেরত রোগীও আসে৷

এখানে তো সবাই বয়স্ক রোগী৷ নানা জটিল রোগে আক্রান্ত হন তাঁরা৷ তাঁদের চিকিৎসা কিভাবে হয়?

বয়স্ক মানে একটা রোগ না, তার ৪টা, ৫টা কোনো ক্ষেত্রে ৬টা রোগও হয়৷ আবার অনেকের মানসিক সমস্যা থাকে৷ বিষন্নতায় ভোগে৷ তাঁর সঙ্গে আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারি৷

আপনার কাউন্সেলিংয়ে ভালো হয়েছে এমন কোনো গল্প কি বলা যায়?

যেমন ধরেন একজন রোগী এলো, সে নানান রোগের কথা বললো৷ এক পর্যায়ে আমি বুঝলাম তাঁর মানসিক রোগ আছে৷ মানসিক রোগ মানে, সে পাগল না৷ টেনশন, ডিপ্রেশন এসব আর কি! আমি তাঁকে বললাম, সব তো শুনলাম, তো আপনার চিন্তা কিসের? সে বললো, কোনো চিন্তা নেই৷ আমি বললাম, না, আপনার চিন্তা আছে৷ জোর করার পর এক পর্যায়ে সে হাউমাউ করে কেঁদে ফেলল৷ তখন সে বলল, তাঁর পারিবারিক সমস্যা আছে, কিন্তু সেটা সে কাউকে বলতে পারছে না৷ আমি না শুনলে হয়ত সে আমাকেও বলত না৷ রোগী দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়েছে৷ সে কারণে আমি রোগ ছাড়াও মানসিক সমস্যাগুলো বুঝতে পারি৷

আমি একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম৷ তিনি সংবাদ মাধ্যমে ছবি দিতে রাজি নন৷ তাঁর ছেলেরা বড় চাকরি করে, ফলে তাঁর ছবি পত্রিকায় এলে তাঁর সন্তানদের সম্মানহানি ঘটবে৷ এই মানুষগুলোর মানসিক অবস্থা কেমন?

নিবাস মানে তো আর শান্তির জায়গা না৷ এখানে যাঁরা এসেছেন, তাঁরা সবাই কষ্ট নিয়ে এসেছেন৷ আমাদের চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে, রোগীকে হাসপাতালে রেখে স্বর্ণের বিছানায় শুইয়ে হুরপরীদের দিয়ে চিকিৎসা করালেও সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না৷ তাঁর বাড়িতে রেখে চিকিৎসা করালে সে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করত৷ যাঁরা এখানে আসে, তারা অনেক কষ্ট নিয়েই আসে, তাঁরা স্বাভাবিক মানুষ না৷

এমন কারো গল্প আছে, যা শুনে আপনার খারাপ লেগেছে?

এমন প্রায়ই হয়৷ অনেকে আমার কাছে এসে মনের কথা বলে, কেঁদে ফেলে, তখন আমারও কষ্ট লাগে৷

এমন কোনো ব্যক্তির গল্প কি আমাদের বলা যায়?

নাম বলা যাবে না, কিন্তু প্রফেসর আছে, সেক্রেটারি আছে, এমন বহু মানুষ এখানে থাকেন৷

এখানে ৪২ বছর কাজ করতে গিয়ে আপনার কি কখনও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে?

সেটা না বলাই ভালো৷ সকালে উঠে এখানে এলে আমার মন ভালো হয়ে যায়৷ 

সবাই তো বয়স্ক মানুষদের এড়িয়ে চলেন, আপনি কেন বয়স্ক মানুষের সঙ্গে মিশতে চান?

আমি নিজেও বয়স্ক৷ আমার বয়স এখন ৭৬ বছর৷ তাঁদের সঙ্গে মিশতেই আমার ভালো লাগে৷ আমার মতো কেউ নেই যে শুধু প্রবীণদের ৪০ বছর চিকিৎসা করেছে

আপনি কি এটার শুরু থেকে আছেন?

এটার শুরু হয়েছে ১৯৬০ সালে৷ ৭১ সালে এটার প্রতিষ্ঠাতা ডা. ওয়াহেদ সাহেব মারা যান৷ এরপর ৩/৪ বছর এটা বন্ধ ছিল৷ ৭৪ বা ৭৫ সালের দিকে এটা নতুন করে শুরু হয়৷ তখন আমি ব্যক্তিগত কারণে সরকারী চাকরি ছেড়ে দিই৷ একমাস পরেই এরা আমাকে ডেকে আনে৷ তখন থেকে আমি এখানেই আছি৷

আপনি তো প্রবীণদের নিয়ে কাজ করেন, এটা নিয়ে পরিবারের কোনো আপত্তি আছে ?

না, তাদের কোনো আপত্তি নেই৷ আমার অর্থনৈতিক কোনো সমস্যাও নেই৷ আমার নাতনিও তো ডাক্তার৷

দেশের প্রবীণদের প্রতি আপনার পরামর্শ কী?

দেখেন, প্রবীণরা অসুস্থ্ হলে একা তো আর হাসপাতালে যেতে পারে না৷ পরিবারের কারো-না-কারো সঙ্গে যেতে হয়৷ প্রবীণরা মনে করে, তাঁরা যেখানেই যাবে, তাঁরা সম্মান পাবে৷ সরকারী হাসপাতালে গেলে সেখানে যেন আলাদা করে তাঁদের দেখা হয়৷ অ্যাডমিশনের ব্যাপারে তাঁদের জন্য সিট রিজার্ভ থাকে৷ আউটডোরে তাঁদের জন্য যেন আলাদা কাউন্টার থাকে৷ ওষুধসহ চিকিৎসা যতটা ফ্রি হয়, ততই মঙ্গল৷

প্রবীণদের জন্য রাষ্ট্রের কাছে আপনি কি চান?

এটা তো আসলে ব্যাপক ব্যাপার৷ প্রবীণদের সেবাযত্ন বৃহৎ অর্থে বলি- শুধু চিকিৎসা না, ব্যক্তিগত জীবনে বলেন, বা রাষ্ট্রীয়ভাবে বলি, অন্য দেশে প্রবীণদের বহু সুবিধা দেয়৷ আমাদের দেশে অতটা হয়নি, তবে হওয়া উচিত৷ এখন কিছু কিছু হচ্ছে৷ যেমন প্রবীণরা ভাতা পাচ্ছে, গাড়িতে তাঁদের জন্য সিট রিজার্ভ থাকছে, ভাড়া অর্ধেক নিচ্ছে৷ তাঁরা যেখানেই যাক, সম্মানটা যেন পায়৷ সুবিধা যেন পায়, সেটা অফিস আদালতে গেলেও৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য