1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই চার্লিকে দেখা হয়েছে ৮৪ কোটিবার!

২২ ফেব্রুয়ারি ২০১৭

ভারি দুষ্টু দুটি শিশু৷ একটির সবে দাঁত গজাতে শুরু করেছে৷ অন্য শিশুটি একটু বড়৷ তাদের নিয়েই মজার এক ভিডিও৷ এ পর্যন্ত ৮৪ কোটিরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷

https://p.dw.com/p/2Y1KO
Ein lächelndes Baby
ছবি: Maksim Bukovski - Fotolia.com

শিশু দু'টির মধ্যে বড়টির বয়স ৪-৫-এর বেশি হবে না৷ তার কোলে বসে আছে চার্লি৷ সে সত্যিকার অর্থেই কোলের শিশু৷ বড় ভাইকে সুযোগ পেলেই কামড়ে দেয় সে৷ ভিডিওর শুরুতেই কামড় খেয়ে বড় ভাই ‘চার্লি বিট মি' বলে সে কথাই জানাচ্ছিল৷ তারপর মজা করে নিজেই ডান হাতের একটা আঙুল পুরে দেয় ভাইয়ের মুখে৷ 

দাঁতের সুড়সুড়ি কাটাতে আঙুল মুখে পেয়েই চিবোতে শুরু করে চার্লি৷ শুরুতে হালকা ব্যথা, তারপর একটু বেশি, তারপর আরেকটু....এভাবে ব্যথার মাত্রা বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে কামড় খাওয়া ভাইটির অভিব্যক্তি৷ এক পর্যায়ে কেঁদেই ফেলে সে৷ নির্বিকার চার্লি তারপর আঙুলটাকে রেহাই দেয়৷ কিন্তু ব্যথা একটু কমতেই বড় ভাই আবার সহজ ভঙ্গিতে বলে ওঠে, ‘‘চার্লি বিট মি অ্যান্ড দ্যাট রিয়েলি হার্টস৷''

চার্লি আর তার ভাইয়ের এই ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৮৪ কোটি ৬৭ লক্ষ ৩ হাজার ৮৫৫ বার৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য