1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৎসজীবী হত্যা

১৮ জুলাই ২০১২

পারস্য উপসাগরে মার্কিন নৌ-বাহিনী একটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় এক ভারতীয় মৎসজীবী, আহত হয় তিনজন৷ সংযুক্ত আরব আমিরশাহি সরকারের সঙ্গে এই ঘটনার যৌথ তদন্তের দাবি জানিয়েছে ভারত৷

https://p.dw.com/p/15ZZX
ছবি: AP

দুবাই-এর অদূরে পারস্য উপসাগরের জাবেল আলি বন্দরের কাছে মার্কিন নৌ-বাহিনীর একটি জাহাজ থেকে গুলি বর্ষণে একজন ভারতীয় মৎসজীবী নিহত এবং তিনজন আহত হওয়ায় ভারত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷ ঐ চারজনই তামিলনাড়ুর বাসিন্দা৷ সংযুক্ত আমিরশাহির ভারতীয় রাষ্ট্রদুতকে নির্দেশ দেয়া হয়েছে, সেদেশের সরকারকে দিয়ে অবিলম্বে যেন আদালতে মামলা দায়ের করা হয়৷ ইউএই সরকার ঘটনার তদন্ত শুরু করেছে৷

মার্কিন প্রশাসন ঐ ঘটনায় দুঃখ প্রকাশ করে গুলি বর্ষণের যে কারণ দেখিয়েছে, ভারত তা মানতে অস্বীকার করেছে৷ গতকার নতুন দিল্লির মার্কিন দূতাবাস থেকে বলা হয়, বেশ কয়েকবার সতর্ক করে দেয়া সত্ত্বেও মাছধরা নৌকাটি জাহাজের খুব কাছে চলে আসে৷ তাই নিরাপত্তার কারণে গুলি চালাতে হয়৷

আহত ভারতীয় মৎসজীবীরা জানান, তাদের আদৌ সতর্ক করা হয়নি৷ দেখা দিয়েছে জলসীমা বিতর্ক৷ পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ইউএই-এর ভারতীয় রাষ্ট্রদূতের কাছ থেকে ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ আর ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতকে বিষয়টি কর্তৃপক্ষের কাছে তোলার নির্দেশ দিয়েছেন৷ তারপরই নতুন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইকে জানান ঘটনার তদন্ত হবে৷

এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা হত্যার ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়ে হতাহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য বলেন৷

পর্যবেক্ষকরা মনে করেন, মার্কিন নৌ-বহরের উপস্থিতির দরুণ উপসাগরীয় এলাকা ভবিষ্যৎ সংঘাতের এক উৎসমুখে পরিণত হতে চলেছে৷ ইরাণের পরমাণু কর্মসূচির ইস্যুতে ইরাণের ওপর চাপ অব্যাহত রাখতে অ্যামেরিকা তার নৌশক্তি বাড়িয়ে চলেছে৷ যুক্তরাষ্ট্রের অভিযোগ, পারস্য উপসাগরে ইরাণ নৌঘাঁটি তৈরি করছে৷ সেখান থেকে আত্মঘাতি নৌযান পাঠাবার মতলব করছে৷ ইরাণের অভিযোগ, ভারতীয় মৎসজীবীদের ওপর গুলিবর্ষণ বলে দিচ্ছে, বিদেশি শক্তির উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার পক্ষে কত বিপজ্জনক৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য