1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরের মহাসড়কে যানজট

৭ জুলাই ২০২২

ঈদযাত্রার পথে মালবাহী গাড়ির দুটি দুর্ঘটনা ও বৃষ্টির কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে৷ তবে যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা৷

https://p.dw.com/p/4Dmcs
প্রতীকী ছবিছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ স্বস্তি নিয়েই এ মহাসড়ক দিয়ে বাড়ি ফিরতে পেরেছে৷ কিন্তু রাতভর বৃষ্টি আর বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে দুটি সড়ক দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি চলছে ধীর গতিতে৷

এর মধ্যে এলেঙ্গা থেকে সেতুতে যাওয়ার পথে ৩ নম্বর ব্রিজের কাছে দুই ট্রাকের সংঘর্ষ হয়৷ এবং কালিহাতির গোহালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়৷

দুই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সেগুলো সরিয়ে নিতে সময় লেগে যায়৷ ফলে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মনির হোসেন৷

তিনি বলেন, ‘‘যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি৷’’

রোববার বাংলাদেশে কোরবানির ঈদ হবে৷ তার আগে বৃহস্পতিবারই শেষ কর্মদিবস ফলে অফিস ছুটির পর ঢাকা থেকে বিভিন্ন জেলার যাত্রীদের মূল চাপ শুরু হবে৷

ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যেতে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে যমুনা নদী পার হতে হয় সব যানবাহনকে৷ আবার একই পথেই উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে কোরবানির পশু আসে রাজধানীতে৷ কোনো কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লেই জটিলতা তৈরি হয়৷ 

টাঙ্গাইলের সড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে জানিয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,  ‘‘বিকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীর ভিড় আরও বাড়বে, সড়কে যানবাহনের সংখ্যাও বাড়বে৷ যাত্রীদের দুর্ভোগ যাতে না হয়, সেজন্য প্রয়োজনীয় সব কিছু করতে আমরা ব্যবস্থা নিয়েছি৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান