1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরিয়ায় ফুটবল খেলা

২১ জানুয়ারি ২০১৪

দু'দেশের মধ্যে বৈরিতার কারণে স্বাভাবিক প্রতিবেশীর আচরণ সবসময় বিস্ময়ই জাগায়৷ এশিয়ান গেমস নিয়ে একটি আপাত ‘স্বাভাবিক' খবরও তাই খুব গুরুত্ব পাচ্ছে৷ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এ আয়োজনে অংশ নেবে উত্তর কোরিয়ার ফুটবলাররা৷

https://p.dw.com/p/1AtlW
Teheran Fußball Derby
ছবি: Isna

দুই কোরিয়ার মধ্যে বৈরিতার সম্পর্কে উন্নতির লক্ষণ গত ৫০ বছরে খুব একটা দেখা যায়নি৷ ১৯৫০ সালে শুরু হয়ে ১৯৫৩ সালে শেষ হয় ‘কোরিয়া যুদ্ধ'৷ তারপর থেকে দু-দেশ সম্ভব সব উপায়েই একে অন্যের প্রতি বিদ্বেষের মনোভাব প্রকাশ করেছে৷ ক্রীড়াঙ্গনও এ অস্বাভাবিকতার বাইরে ছিল না৷ ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেয়নি উত্তর কোরিয়ার ক্রীড়াবিদরা৷

তবে হালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলেও ক্রীড়াঙ্গণে সম্প্রীতির বাতাবরণ ফিরে আসার ইঙ্গিতও দেখা যাচ্ছে৷ ২০০২ সালে এশিয়ান গেমস হয়েছিল দক্ষিণ কোরিয়ার বুশানে৷ ২০০২ সালে অনুষ্ঠিত ওই ক্রীড়া উৎসবে অ্যাথলিট এবং চিয়ারলিডার পাঠিয়েছিল উত্তর কোরিয়া৷ এ বছর এশিয়ান গেমস হবে দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী ইঞ্চেয়নে৷ উত্তর কোরিয়া জানিয়েছে, এ আসরে তারা পুরুষ ও মহিলা ফুটবল দল পাঠাবে৷ দেশটির সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়৷

এর আগে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মাধ্যমে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে এশিয়াডে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় দক্ষিণ কোরিয়া৷ আসর শুরু হতে এখনো সাত মাস বাকি৷ তবে সম্পর্কোন্নয়নের সদিচ্ছার ইঙ্গিত হিসেবে উত্তর কোরিয়া অনেক সময় থাকতেই জানিয়ে দিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় তারা ফুটবলারদের পাঠাবে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য