1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের দিনেও বোমায় বিক্ষত ইরাক ও আফগানিস্তান

৬ নভেম্বর ২০১১

ঈদুল আজহার পবিত্র দিনেও মুসলিম দেশগুলোতে রক্তপাত থামেনি৷ আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে অন্তত সাত জন৷ আর ইরাকে এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরও অন্তত আট ব্যক্তি৷

https://p.dw.com/p/135wl
Bystanders stand near the wreckage of a car after a car bomb exploded near a school and a cluster of stores in the former insurgent stronghold of Fallujah west of Baghdad, Iraq, Sunday, Aug. 8, 2010. Violence across Iraq has spiked in the past month as the U.S. moved ahead with a major drawdown of its troops to be completed by the end of August, when only 50,000 will remain in the country.(AP Photo)
ফাইল ছবিছবি: AP

বার্তা সংস্থাগুলোর তথ্য মতে, আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে আত্মঘাতী হামলা চালানো হয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে একটি মসজিদের বাইরে এই বোমা হামলা চালানো হয়৷ এই সময় মানুষজন ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলো৷ আফগান স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে৷ তবে বার্তা সংস্থা এএফপি নিহতের সংখ্যা আট এবং আহতের সংখ্যা অন্তত ২০ বলে জানিয়েছে৷ নিহতদের মধ্যে দুইজন আফগান মিলিশিয়া বাহিনীর সদস্য বলে জানা গেছে৷

এদিকে আত্মঘাতী হামলাকারী ছিল দুই জন৷ এর মধ্যে একজন তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়৷ তবে অন্যজন বোমার বিস্ফোরণ ঘটানোর আগেই তাকে গ্রেফতার করে পুলিশ৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর তাদের মনে হচ্ছে এই হামলার পেছনে তালেবান গোষ্ঠীর হাত রয়েছে৷ তবে এখনও তালেবানের পক্ষ থেকে এই ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি৷ উল্লেখ্য, কয়েকদিন আগে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার কথা বলা হয়৷ তবে এইসব হামলায় যাতে বেসামরিক মানুষ মারা না যায় সেজন্য তাদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়৷

The attack occured today (31 July 2011) on Police building in the South of Lashkargah, the capital of Helmand province. All photos are taken by Deutsche Welle correspondant in Helmand, Rohullah Elham. All rights are reserved for DW.
ফাইল ছবিছবি: DW

এদিকে বোমা হামলায় রক্তাক্ত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদ৷ সেখানকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা শুর্জার বাজারে অন্তত তিনটি বোমার বিস্ফোরণ ঘটে৷ এতে ওই বাজারে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে৷ এই বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে৷ আহত হয়েছেন আরও অন্তত ২০ জন৷ তবে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা আট এবং আহতের সংখ্যা ২৬ বলে জানিয়েছে৷ ঈদ উপলক্ষে গোটা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরাকি সরকার৷ তা সত্ত্বেও এই বোমা হামলা এবং হতাহতের ঘটনা ঘটলো৷ তবে এই বোমা হামলা কীভাবে হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

উল্লেখ্য, গত ২০০৬ সাল থেকে ইরাকে সহিংসতার মাত্রা কমে আসে৷ তবে সাম্প্রতিক সময়ে আবারও সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে৷ মার্কিন বাহিনীর বিদায়ের পর আগামী বছরের শুরু থেকে ইরাকের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজ বাহিনীর ওপর এসে পড়বে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান