1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেন পরিবর্তনের মুখে, সিরিয়া উত্তাল

২৬ মার্চ ২০১১

পশ্চিমি বিমান যখন লিবিয়ায় বোমা ফেলছে, তখন আরব দুনিয়ার অন্যত্রও পালাবদলের পালা৷ ইয়েমেনের প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরে রাজি৷ খোদ সিরিয়াতেও বিক্ষোভ ছড়িয়েছে সারা দেশে৷

https://p.dw.com/p/10hkr
সিরিয়ায় আন্দোলনকারীরাছবি: AP

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ অবশেষে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তরে রাজি৷ কিন্তু নাকি কিছু শর্ত যোগ করেছেন তিনি৷ সালেহ বলেছেন যে তিনি একমাত্র ‘‘নিরাপদ হাতে'' ক্ষমতা তুলে দিতে রাজি, কিন্তু ‘‘অসুস্থ, অসন্তুষ্ট কি দুর্নীতিগ্রস্ত হাতে'' নয়৷

কিন্তু উনি যে ক্ষমতা ছাড়তে রাজি হলেন, সেটাই বড় কথা৷ এক সপ্তাহ আগে চোরাগোপ্তা বন্দুকধারীরা সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে ৫২ জন মানুষের প্রাণ নেয়৷ সেযাবৎ সালেহ চাপের মুখে৷ তার পর আবার এক পর্যায় কূটনীতিক, উপজাতিক নেতা এবং বিশেষ করে সামরিক বাহিনীর জেনারেলরা সালেহ'র পক্ষ বর্জন করেছেন, যেমন মুখ্য জেনারেল আলি মোহসেন৷ এখন নাকি সালেহ কিভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ছাড়তে পারেন, তা নিয়ে আলোচনা চলেছে৷ সালেহ, জেনারেল মোহসেন এবং তাদের পরিবারেরা কিভাবে ইয়েমেন ছাড়তে পারেন, তা নিয়েও আলোচনা চলেছে৷

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আর তাঁর পিতা হাফেজ আল-আসাদ মিলিয়ে তো দীর্ঘদিনের কায়েমি শাসন৷ কিন্তু নিরাপত্তা বাহিনী দক্ষিণ সিরিয়ায় ডজন ডজন আন্দোলনকারীদের হত্যা করার পর থেকেই সিরিয়ার মানুষদের যেন ভয় এবং আতঙ্কের বাঁধ ভেঙে গেছে৷ আসাদ সরকার বৃহস্পতিবার প্রতিশ্রুতি দেন যে, সিরীয়দের আরো বেশী স্বাধীনতা দেওয়ার ব্যাপারটা ভেবে দেখা হবে৷ অথচ শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভিন্ন সঙ্ঘর্ষে আবার অন্তত ২৩ জন মানুষের প্রাণ যায় বলে প্রকাশ৷ ডেরায় আসাদের পিতা হাফেজ আল-আসাদের মূর্তি টেনে নামানো হয়েছে৷ এখানেও চলেছে বুলেট এবং কাঁদানে গ্যাস৷ বোতল থেকে জিন বেরনোর পরে আসাদ আবার তাকে বোতলে পুরতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ থাকতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার