1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে হামলার অভিযোগ ভিত্তিহীন!

১১ মে ২০১৮

গোলান মালভূমিতে হামলার অভিযোগ এনে বুধবার দিবাগত রাতে সিরিয়ায় থাকা ‘ইরানের প্রায় সব সামরিক কাঠামোতে' হামলা করেছিল ইসরায়েল৷ তবে ইরান গোলানে ঐ হামলার অভিযোগ অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/2xW7q
Syrien - Israel | Iran greift Golanhöhen an
ছবি: picture-alliance/Xinhua News Agency

শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি ইসরায়েলের ঐ অভিযোগকে ‘ভিত্তিহীন' বলে মন্তব্য করেছেন৷ সিরিয়ায় ইসরায়েলের করা হামলা যুক্তিসঙ্গত দেখাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে বলে জানান তিনি৷ ইসরায়েলের ঐ হামলার সমালোচনা না করায় আন্তর্জাতিক বিশ্বেরও সমালোচনা করেন কাশেমি৷ ‘‘তাদের নীরবতা জিওনিস্ট শাসককে (ইসরায়েল) আরও হামলা চালানোর সবুজ সংকেত দেয়, যা অত্র অঞ্চলকে আরও অনিরাপদ ও অস্থিতিশীল করে তোলে,'' বলেন তিনি৷

ইরান সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিও বলেছে, ইসরায়েলে হামলার সঙ্গে ইরানের প্রতিরক্ষা বাহিনীর কোনো সংযোগ নেই৷ ‘‘প্রোপাগান্ডার উদ্দেশ্যে জিওনিস্ট শাসকের চালানো এটি আরেকটি মিথ্যা,'' বলেন কমিটির মুখপাত্র মোহাম্মদ নাবানদেগানি৷ সিরিয়ায়ইরানের সামরিক বাহিনী থাকার বিষয়টিও প্রত্যাখ্যান করেন তিনি৷

উল্লেখ্য, বুধবার দিবাগত মধ্যরাতের পর ইরান ইসরায়েল অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে ২০টি রকেট ছোঁড়ে বলে অভিযোগ করেছিল ইসরায়েল৷ তবে সেগুলোর একটিও গোলান পর্যন্ত পৌঁছাতে পারেনি৷ কুদস ফোর্স নামে ইরানের রেভুলিউশনারি গার্ডের একটি অংশ ইসরায়েলের বিরুদ্ধে এই হামলার জন্য দায়ী বলেও অভিযোগ করেছিল ইসরায়েল৷

ইরানের হামলার জবাবে সিরিয়ায় থাকা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করার কথা জানিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাস৷

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঐ এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন৷ তাই তিনি সবপক্ষকে ‘উসকানিমূলক ও বৈরী আচরণ থেকে বিরত থাকার' অনুরোধ করেছেন৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের ইরানের হামলা চালানোর খবরে উদ্বেগ প্রকাশ করেছে৷ এমন উসকানিমূলক হামলার তীব্র নিন্দাও জানিয়েছে জার্মানি৷ উত্তেজনা যেন আর না বাড়ে সে ব্যাপারে ঐ বিবৃতিতে গুরুত্ব আরোপ করা হয়েছে৷

ওয়াশিংটনও ‘ইরানের উসকানিমূলক রকেট হামলার' সমালোচনা করেছে৷

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনায় ইরানের সমালোচনা করতে নিরাপত্তা পরিষদ ও মহাসচিব গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন৷

আসাদের সাক্ষাৎকার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মনে করছেন, তাঁর দেশ গৃহযুদ্ধের চেয়েও আরো বড় সংঘাতে জড়িয়ে পড়েছে৷ সুপারপাওয়াররা যদি প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশংকা প্রকাশ করেন তিনি৷

গ্রিক সংবাদপত্র ‘কাঠিমেরিনি'-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ৷ ডয়চে ভেলের পার্টনার গ্রিক প্রচারমাধ্যম এসকেএআই টিভিতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়৷

জেডএইচ/ডিজি (এপি, ডিপিএ, রয়টার্স)

পাঠক, এই লেখাটি আপনার কেমন লাগল? আমাদের জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য