1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি সেনার গুলিতে সিরিয়ার চার নাগরিক নিহত

৫ জুন ২০১১

আরব ইসরায়েল যুদ্ধের ৪৪তম বার্ষিকীতে আবারও রক্ত ঝরলো সিরিয়ার সীমান্তে৷ রোববার সিরিয়ার বিক্ষোভাকারীদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি বর্ষণে নিহত হয়েছে চার জন৷

https://p.dw.com/p/11Ujf
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত একজনের লাশ নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরাছবি: dapd

গোলান মালভূমি এলাকায় যা ঘটলো

আজ ছিল আরব ইসরায়েল যুদ্ধের ৪৪তম বার্ষিকী৷ ওই যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অনেকটা অংশ দখল করে নিয়েছিল ইসরায়েল৷ বার্তা সংস্থাগুলোর খবর থেকে জানা গেছে, সিরিয়া সীমান্ত এলাকা থেকে আজ শত শত বিক্ষোভকারী ইসরায়েলি সীমান্তের দিকে ছুটে যায়৷ দুই দেশের সীমান্ত এলাকার মাঝখানে যেখানে যে কারো প্রবেশ নিষেধ সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে৷ কাঁটাতারের বেড়া কেটে তারা ওই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে বলে বার্তা সংস্থাগুলোর খবরে জানা গেছে৷ এই সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালালে চারজন নিহত হয়েছে বলে সিরিয়ার টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে৷ এছাড়া আহত হয়েছে আরও ১৩ জন এমনটা বলা হয়েছে৷ তবে বার্তা সংস্থা ডিপিএ নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছে৷

Lage an der Grenze zwischen Israel und Syrien
ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসছবি: picture-alliance/dpa

ইসরায়েলের বক্তব্য

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা যখন সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল তখন থেকেই ইসরায়েলি সেনারা তাদের ওপর কড়া নজর রাখছিল৷ বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং তারা সেই পতাকা সীমান্ত এলাকায় উড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে রয়টার্স৷ তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করছিল এবং ইসরায়েলি সেনারা তাদের সতর্কও করেছে৷ বিক্ষোভকারীরা তাতেও না থামায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এই ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইওয়াভ মোরডেখাই দাবি করেন, ইসরায়েলি সেনারা যথাযথভাবেই জবাব দিয়েছে৷

Zusammenstöße Golan-Höhe in Israel
ইসরায়েলি সেনার গুলিতে আরও এক নিহতের মৃতদেহছবি: AP

অন্য জায়গাতেও বিক্ষোভ

এদিকে কেবল সিরিয়া সীমান্ত নয়, পশ্চিম তীর ও গাজাতেও আজ ব্যাপক ইসরায়েল বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে৷ পশ্চিম তীরে বিক্ষোভরত ফিলিস্তিনীদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি সেনারা৷ কিন্তু রক্তপাত হলো কেবল সিরিয়া সীমান্তেই৷ আসলে গোলান মালভূমি এলাকাটা ইসরায়েলের দখলে থাকায় সিরিয়ার লোকদের ক্ষোভ একটু বেশি৷ তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আজকের ঘটনার ব্যাপারে বলছে, গোটা সিরিয়াতে এখন বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে৷ সেদিক থেকে নজর ফেরাতে এখন সিরিয়ার সরকার সীমান্ত এলাকাতে বাড়তি উত্তেজনা তৈরি করছে৷ কিন্তু দেখা যাচ্ছে, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কেবল সিরিয়ার সরকার নয়, ইসরায়েলও গুলি চালাতে দ্বিধা করছে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য