1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের জন্য ফার্সিতে ট্যুইটার অ্যাকাউন্ট খুললো যুক্তরাষ্ট্র

১৪ ফেব্রুয়ারি ২০১১

ইরানের জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে এবার ট্যুইটারে একটি অ্যাকাউন্ট খুললো মার্কিন সরকার৷ নাম USAdarFarsi৷ ইরানের ভাষা ফার্সিতে লেখা হবে ট্যুইটগুলো৷

https://p.dw.com/p/10Gka
ফাইল ছবিছবি: picture alliance/dpa

প্রথম ট্যুইট বার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট যে ‘ঐতিহাসিক' ভূমিকা রাখছে, তাকে স্বাগত জানিয়েছে৷

উল্লেখ্য, মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘ভয়েস অব অ্যামেরিকা'য় ফার্সি ভাষায় সংবাদ প্রচারিত হয়৷ এতদিন এই মাধ্যম ব্যবহার করেই মার্কিন সরকার ইরানের জনগণের সঙ্গে যোগাযোগ করে এসেছে৷ এবার তার সঙ্গে যোগ হলো ট্যুইটার৷

এদিকে ইরানের বিরোধী পক্ষ আজ তেহরানের আজাদি চত্বরে একটি মিছিল সমাবেশের ডাক দিয়েছে৷ ফেসবুকের মাধ্যমে জনগণকে সমাবেশে থাকার অনুরোধ জানানো হয়েছে৷ প্রায় ৪৮,০০০ ফেসবুক সদস্য সমাবেশে যোগ দেয়ার ইচ্ছের কথা জানিয়েছে৷

মিশর ও টিউনিশিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে৷

এদিকে সমাবেশের জন্য সরকারের অনুমতি চাওয়া হলেও সেটা পাওয়া যায় নি৷ বরং উল্টো ১৮ বিরোধী কর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে৷ এছাড়া বিরোধী নেতা মেহদি কারুবিকে গত বুধবার থেকে নিজ ঘরে অন্তরীণ করে রাখা হয়েছে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ট্যুইটার বার্তায় সমাবেশের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ তারা বলছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ করা মানুষের একটা অধিকার এবং সারা বিশ্বের জনগণ সেটা ভোগ করছে৷ ইরানেরও তার নিজ দেশের জনগণকে সেই অধিকার ভোগ করার অনুমতি দেয়া উচিত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী