1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের আট কর্মকর্তার উপর শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৩০ সেপ্টেম্বর ২০১০

গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর হত্যা, নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করায় ইরানের আট কর্মকর্তার উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/PQTI
নির্যাতনের শিকার হচ্ছেন ইরানের অনেকেই (ফাইল ফটো)ছবি: AP

এ সংক্রান্ত একটি আদেশনামায় সই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷

নিষেধাজ্ঞার আওতাধীন কর্মকর্তারা হলেন, ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার মোহাম্মদ আলি জাফারি, স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজার, গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহি, সামাজিক কল্যাণ ও নিরাপত্তা মন্ত্রী সাদেক মাহসুলি, অ্যাটর্নি জেনারেল গোলাম হোসেন মুহসেনি-এজাই, সাবেক অ্যাটর্নি জেনারেল সাইদ মোর্তাজাভি, ইরানের জাতীয় পুলিশ বাহিনীর উপপ্রধান আহমদ রেজা রাদান এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থার ডেপুটি কমান্ডার হোসেন তায়েব৷

এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন বলছেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা নাগরিকদের উপর চাপ সৃষ্টি, এমনকি ধর্ষণ, শারীরিক নিপীড়ন এবং হত্যার জন্য দায়ী৷ এই সব ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে এবং তাদের ভিসা পেতে সমস্যা হবে৷'

২০০৯ সালের জুন মাসে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং এতে আবারো নির্বাচিত হন মাহমুদ আহমেদিনেজাদ৷ এরপরেই এই নির্বাচনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে নেমে আসে সরকারী নির্যাতনের খড়্গ৷ মানবাধিকার লঙ্ঘন করায় ঐ নির্বাচনের পর এই প্রথমবারের মতো কর্মকর্তাদের উপর এহেন ব্যবস্থা গ্রহণ করলো যুক্তরাষ্ট্র৷ হিলারি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বারবার আহ্বান আসা সত্ত্বেও ইরানি সরকার তাদের বিরুদ্ধবাদীদের উপর নির্যাতন চালিয়ে আসছে৷ তিনি জানান, নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতনের প্রচুর সাক্ষ্যপ্রমাণ রয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন