1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক, টুইটার আন-ইসলামিক

৯ সেপ্টেম্বর ২০১৩

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি-গোলপায়েগানি বলেছেন, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে যোগ দেয়া ‘পাপ' এবং ‘আন-ইসলামিক'৷ তবে দেশের আইন অনুযায়ী এসব নেটওয়ার্কের সদস্য হওয়া অবৈধ নয়৷

https://p.dw.com/p/19dyt
ARCHIV - ILLUSTRATION - Die Silhouette eines Mannes ist am 23.01.2012 in Hannover vor einem Computerbildschirm mit dem Logo des Online-Netzwerks Facebook zu sehen. Foto: Julian Stratenschulte/dpa (zu dpa "Virtueller Beifall: Facebook kann Belohnungssystem im Hirn aktivieren" vom 30.08.2013) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি-গোলপায়েগানি বলেছেন, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে যোগ দেয়া ‘পাপ' এবং ‘আন-ইসলামিক'৷ তবে দেশের আইন অনুযায়ী এসব নেটওয়ার্কের সদস্য হওয়া অবৈধ নয়৷

তবে একটা বিষয়ে দ্বিধা রয়েছে৷ সেটা হচ্ছে, সামাজিক নেটওয়ার্কে যোগ দেয়াটা অবৈধ না হলেও ভিপিএন তথা ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক'এ প্রবেশ করাটা অবৈধ৷ আর ফেসবুক, টুইটারে ঢুকতে হলে ইরানিদের এই ভিপিএন ব্যবস্থায় প্রবেশ করা ছাড়া আর কোনো বিকল্প নেই৷

Stichwort: Hassan Rouhani, Iran, Präsident Beschreibung: Hassan Rouhani, der 7. Präsident vom Iran. Quelle: Irna/Lizenz: Frei
নতুন বছর উপলক্ষ্যে ইহুদিদের শুভেচ্ছা জানিয়েছেন,এই রকম বার্তা এসেছে প্রেসিডেন্ট হাসান রুহানির নামে থাকা একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেছবি: Irna

তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ইরানে যে বর্তমানে দুই কোটি ফেসবুক আর টুইটার ব্যবহারকারী রয়েছে তারা কি আইনবিরোধী কাজ করছে? এসব ব্যবহারকারীর মধ্যে রয়েছেন নতুন সরকারের উচ্চ পর্যায়ের নেতারাও৷ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সম্প্রতি তাঁর টুইটার অ্যাকাউন্টের (https://twitter.com/JZarif) মাধ্যমে ইহুদি নতুন বছর উপলক্ষ্যে ইহুদিদের শুভেচ্ছা জানিয়েছেন৷ একই রকম বার্তা এসেছে প্রেসিডেন্ট হাসান রুহানির নামে থাকা একটি অ্যাকাউন্ট থেকে৷ যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রেসিডেন্টের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই৷ কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তাঁর টুইটার ব্যবহারের কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম৷

এদিকে বার্তা সংস্থা ডিপিএ ইরানের বার্তা সংস্থা ‘ফারস' এর বরাত দিয়ে শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুক ও টুইটার ব্যবহার নিয়ে তদন্ত হতে পারে৷ আইন বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট এলহাম আমিনজাদেহকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে গেছে৷

উল্লেখ্য, ইরানে প্রায় ৫০ লক্ষ ইন্টারনেট পেজ ব্লক করে দেয়া হয়েছে৷ সরকার মনে করে, সামাজিক নেটওয়ার্কগুলো হচ্ছে মুসলিম দেশগুলোতে নিয়োগ করা ‘মহা শয়তান' যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর গোয়েন্দা অস্ত্র'৷

জেডএইচ / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য