1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক যুদ্ধ শেষ, নজর এখন আফগান যুদ্ধের দিকে

৪ সেপ্টেম্বর ২০১০

ইরাক যুদ্ধ শেষের পর এবার মার্কিন বাহিনীর পুরো নজর আফগান যুদ্ধের দিকে৷ তবে ইতিমধ্যে সেখানে সন্ত্রাসী হামলা বেশ বেড়ে গেছে৷ এদিকে এ মাসেই আফগানিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে৷

https://p.dw.com/p/P4K0
ছবি: AP

এক হিসেবে দেখা গেছে, আফগান যুদ্ধ শুরু হওয়ার পর এখনই এ ধরণের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি৷ এসব হামলায় সাধারণ নাগরিকই মরছে বেশি৷ আর সরকারি নিরাপত্তা কর্মী ও বিদেশী সৈন্যরা তো রয়েছেই৷ জাতিসংঘের এক হিসেব বলছে, গত বছরের প্রথম ছয় মাসে যত সাধারণ নাগরিক মারা গিয়েছিল এবার তার চেয়েও ৩১ শতাংশ লোক বেশি মারা গেছে৷ সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে৷ কারণ ঐসব জায়গা তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ এদিকে আগামী ১৮ তারিখ আফগানিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা৷ তাই স্বাভাবিকভাবেই সব প্রার্থীরা এখন ব্যস্ত প্রচারণায়৷ কিন্তু তাঁরাও শিকার হচ্ছেন হামলার৷ এখন পর্যন্ত কমপক্ষে চার প্রার্থীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ আর আহত হয়েছে বেশ কিছু কর্মী৷

Afghanistan Wahlen Wahlplakat in Kabul
আফগানিস্তানে এখন চলছে ভোটের হাওয়াছবি: AP

পরিস্থিতি এমনই খারাপ যে, স্বয়ং নির্বাচন কমিশনই বলছে নিরাপত্তার কারণে দেশটির প্রায় সাত হাজার ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার কেন্দ্র খোলাই যাবেনা৷ গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে তালেবান ১৩০টিরও বেশি হামলা চালিয়েছিল৷ অর্থাৎ এবারও নির্বাচন বানচাল করতে চাইছে জঙ্গিরা৷ তারা চায় মানুষ ভয়ে যেন ভোট দিতে না যায়৷ উল্লেখ্য, এবারের নির্বাচনটি হচ্ছে সংসদ নির্বাচন৷ আসন মোট ২৪৯টি৷ ২০০১ সালে তালেবান উৎখাত হওয়ার পর থেকে এটা দ্বিতীয় সংসদ নির্বাচন৷ আর এই নির্বাচনের সফলতার উপর নির্ভর করছে দেশটির স্থিতিশীলতা৷ এছাড়া প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের ওপর জনগণের বিশ্বাস কেমন সেটাও যাচাই হয়ে যাবে এই নির্বাচনে৷

তবে ইরাক যুদ্ধ শেষের পর যুক্তরাষ্ট্রের নজর এখন আফগানিস্তানের দিকে৷ এই মঙ্গলবারে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ন্যাটোর মহাসচিব আন্ডের্স ফগ রাসমুসেন৷ আর ডিসেম্বরে আফগানিস্তানে যুদ্ধকৌশল নিয়ে ওয়াশিংটনে একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে৷ এর আগে গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস কান্দাহারে মার্কিন সেনাদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন৷ এছাড়া তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি কাউন্সিল গঠন করেছেন বলে খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান