1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটেও সোয়াইন ফ্লু ‘ভাইরাস’

১ মে ২০০৯

সোয়াইন ফ্লু সংক্রমণ নিয়ে জনমনে আতংকের সুযোগ নিয়ে বেশ কিছু সুযোগ সন্ধানী প্রতিষ্ঠান ‘সোয়াইন ফ্লু’ শিরোনাম দিয়ে ইন্টারনেটে ক্ষতিকর ভাইরাস বা ভুয়া মেইল ছড়াচ্ছে৷

https://p.dw.com/p/Hi86
ছবি: AP

সোয়াইন ফ্লু সংক্রমণকে কেন্দ্র করে জনমনে আতংকের সুযোগ নিয়ে বেশ কিছু সুযোগ সন্ধানী প্রতিষ্ঠান ‘সোয়াইন ফ্লু' শিরোনাম দিয়ে ইন্টারনেটে ক্ষতিকর ভাইরাস বা ভুয়া মেইল ছড়াচ্ছে৷ ইন্টারনেট জগতে নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো‘র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে৷ জাপান ভিত্তিক সফটওয়ার তৈরির এই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ভুয়া মেইল বা বিজ্ঞাপনধর্মী মেইল ছড়ানোর কাজে ব্যস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তথা স্প্যামাররা সোয়াইন ফ্লু নিয়ে মানুষের আগ্রহের সুযোগটিকে দ্রুত তাদের স্প্যাম ছড়িয়ে দেয়ার কাজে লাগিয়েছে৷

Internet Boom in China
২৭ এপ্রিল থেকে সোয়াইন ফ্লু নিয়ে এই ধরণের স্প্যাম মেইলের প্রবণতা শুরু হয়েছে৷ (ফাইল ফটো)ছবি: AP

ট্রেন্ড মাইক্রো'র ল্যাটিন আমেরিকা অঞ্চলের পরিচালক হুয়ান পবলো কাস্ট্রো বলেছেন, সোয়াইন ফ্লু সম্পর্কে মানুষের ভয়, শংকা এবং তথ্য জানার আগ্রহের সুযোগে সোয়াইন ভাইরাস এখন একটি কম্পিউটার ভাইরাসে পরিণত হয়েছে৷ এর মাধ্যমে কম্পিউটার সফটওয়ারের জন্য কিছু ক্ষতিকর সংকেত এবং ‘জাংক' ইমেইল ছড়িয়ে যাচ্ছে৷ প্রতিষ্ঠানটির শিক্ষা বিষয়ক পরিচালক ডেভিড পেরি'র ধারণা, কনফিকার, স্টর্ম সহ অন্যান্য কম্পিউটার ভাইরাস এর স্রষ্টারাই সোয়াইন ভাইরাস ছড়ানোর সাথে জড়িত রয়েছে৷

কম্পিউটার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ম্যাকাফি‘র ডেভিড মারকাস এর মতে, ২৭ এপ্রিল থেকে সোয়াইন ফ্লু নিয়ে এই ধরণের স্প্যাম মেইলের প্রবণতা শুরু হয়েছে৷ সন্দেহ করা হচ্ছে, এগুলোর অধিকাংশই সম্ভবত জার্মানি, ব্রাজিল এবং আমেরিকা থেকে ছড়ানো হচ্ছে৷ জাপানের সংক্রমিত রোগ সম্পর্কিত জাতীয় প্রতিষ্ঠান এনআইআইডি সতর্ক করে দিয়ে বলেছে, ‘সোয়াইন ফ্লু সম্পর্কিত তথ্যাবলী' লেখা একটি সংযুক্ত ফাইল সম্বলিত জাপানি ভাষার স্প্যাম ইমেইল ইন্টারনেটের প্রায় সবখানে ছড়িয়ে গেছে৷

Mexiko Schweinegrippe Menschen mit Schutzmasken 26.04.2009
মেক্সিকো থেকে সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে৷ছবি: AP

ইন্টারনেট ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য এই ইমেইল বার্তাগুলোর শিরোনামে তারা কখনো লিখছে ‘সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু'৷ আবার কোনটির শিরোনাম ‘সোয়াইন ফ্লু মহামারী' কিংবা ‘ম্যাডোনা সোয়াইন ফ্লু'তে আক্রান্ত' ইত্যাদি৷ এমনকি এই ধরণের একটি মেইলে শিরোনাম দেয়া হয়েছে ‘সোয়াইন ফ্লু মোকাবিলায় পদক্ষেপ সম্পর্কে মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপে ক্যাল্ডেরন এর বার্তা'৷ এছাড়া কোন কোন ইমেইল বার্তায় সোয়াইন ফ্লু থেকে আরোগ্য লাভের উপায় সম্পর্কে ভুয়া তথ্য পরিবেশন করছে স্প্যামাররা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ দপ্তর এ ব্যাপারে জনগণকে সতর্ক করে দিয়ে বৃহস্পতিবার এক বার্তা প্রকাশ করে৷ বার্তায় এসব ভুয়া তথ্য পরিবেশনকারী ওয়েবসাইট কর্তৃপক্ষকে অতি সত্বর তাদের মেইল এবং পোর্টাল সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে৷

উল্লেখ্য, গত কয়েকদিনে সারাবিশ্বে ১১ টি দেশে ৩৩১ জনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা – ডাব্লিউএইচও৷ মেক্সিকো থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত ৮৪ জন ব্যক্তি সোয়াইন ফ্লু'তে আক্রান্ত হয়ে মারা গেছে৷ এছাড়া মেক্সিকোর বাইরে আমেরিকায় এক শিশু এই ভাইরাসের সংক্রমণে মারা গেছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান