1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিস

২৬ ডিসেম্বর ২০১২

হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার স্বপ্ন দেখতে না দেখতেই তা আবার হাওয়ায় মিলিয়ে গেল৷ একদিন আগেই নাদাল বলেছিলেন, আবু ধাবিতে ফিরছেন তবে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না৷ অথচ আবু ধাবিতে তিনি খেলতেই পারছেন না৷

https://p.dw.com/p/1794a
Rafael Nadal of Spain reacts after winning the men's singles final match against Novak Djokovic of Serbia at the French Open tennis tournament at the Roland Garros stadium in Paris June 11, 2012. REUTERS/Gonzalo Fuentes (FRANCE - Tags: SPORT TENNIS)
ছবি: Reuters

গত জুন মাসে উইম্বলডন-এর দ্বিতীয় ধাপে চেক তারকা লুকাস রোসলের কাছে শোচনীয়ভাবে হেরেই বিশ্রামে যেতে হয় ২৬ বছর বয়সি টেনিস তারকা রাফায়েল নাদালকে৷ বাম হাঁটুর চোট তাঁকে এতদিন পর্যন্ত আর মাঠে নামতে দেয়নি৷ শেষ পর্যন্ত তিনি আশা করেছিলেন, বৃহস্পতিবার থেকে আবু ধাবিতে শুরু হওয়া প্রদর্শনী আসর দিয়েই আবার মাঠে ফিরবেন৷ তবে ভক্তরা যেন সেই আসর থেকে খুব বেশি কিছু আশা না করেন সেজন্য সতর্কও করে দিয়েছেলিন ১১ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্প্যানিশ তারকা নাদাল৷ কিন্তু ঠিক ফিরেও যেন ফেরা হলো না নাদালের৷ এবার তাঁর পাকস্থলীতে ধরা পড়েছে ভাইরাসের সংক্রমণ৷

আবু ধাবি আসরের আয়োজকরা এক বিবৃতিতে জানালেন, ‘‘২০১২ আসর থেকে একেবারে শেষ মিনিটে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন নাদাল৷ আবু ধাবির বিগত চারটি আসরে খেলেছেন নাদাল৷ কিন্তু তাঁর ভাইরাসজনিত অসুস্থতার কারণে চিকিৎসক তাঁকে ভ্রমণ করতে এবং প্রতিযোগিতায় নামতে বারণ করেছেন৷''

Rafael Nadal of Spain (L) and Novak Djokovic of Serbia pose before the start of their men's singles final match during the French Open tennis tournament at the Roland Garros stadium in Paris June 11, 2012. The conclusion of the French Open final between six-times champion Nadal and world number one Djokovic spilled over to a second day after rain halted play in the fourth set on Sunday. REUTERS/Benoit Tessier (FRANCE - Tags: SPORT TENNIS)
বর্তমান বিশ্ব সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ-এর সঙ্গে নাদাল (লাল জামা)ছবি: Reuters

উল্লেখ্য, ২০১০ এবং ২০১১ সালের আবু ধাবি আসরে শিরোপা জয় করেন রাফায়েল নাদাল৷ কিন্তু সর্বসাম্প্রতিক এই সিদ্ধান্তের পর তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘আমি খুব হতাশ যে, আবু ধাবিতে খেলতে পারছি না৷ আমি আসলে আবারো মাঠে ফেরার জন্য খুব উত্তেজিত ছিলাম এবং এই আসরে আমি প্রতিবারই চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছি৷ কিন্তু এবারই প্রথম আমি তা থেকে বঞ্চিত হচ্ছি৷ আমি সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বের সব ভক্তদের বলবো, আমি খুব দুঃখিত৷ তবে আগামী বছর আবু ধাবিতে খেলার এবং শিরোপা জয়ের আশা করছি আমি৷''

যাহোক, নাদাল না থাকলেও ২৭ থেকে ২৯শে ডিসেম্বর আবু ধাবির ঐ আসরে খেলবেন বর্তমান বিশ্ব সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ এবং শীর্ষ দশের ঘরে থাকা অ্যান্ডি মারে, ডেভিড ফেরার, ইয়াঙ্কো টিপসারেভিচ ও টমাস বের্ডিচ৷

এএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য