1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস সৃষ্টি হচ্ছে টিউনিশিয়ায়

২৪ জানুয়ারি ২০১১

টিউনিশিয়ায় কি ঘটছে না ঘটছে, টিউনিশিয়ার মানুষদের কাছে তার গুরুত্ব অসীম৷ অপরদিকে তারা আরব বিশ্ব, এবং সেই সঙ্গে পশ্চিমি দুনিয়াকেও ভাবিয়ে তুলেছে৷ কেননা টিউনিশিয়ায় ইতিহাস সৃষ্টি হচ্ছে৷

https://p.dw.com/p/101kC
ছবি: picture-alliance/dpa

টিউনিশিয়ার সর্বশেষ পরিস্থিতি হল: প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত৷ এবার মানুষজন দূর দূর শহর ও গ্রামাঞ্চল থেকেও আসছেন রাজধানী টিউনিসে৷ এবং তাদের বাধা দেবার ক্ষমতা হয়তো পুলিশের আছে, কিন্তু প্রবৃত্তি - অথবা নতুন করে রক্তকাণ্ডের দায়িত্ব নেবার মতো সাহস পুলিশের নেই৷

প্রধানমন্ত্রী মোহামেদ ঘানুচি'র কার্যালয়ের সামনে জনতা-পুলিশ সংঘর্ষ বেধেছে৷ ক্ষিপ্ত জনতাই পাথর ছুঁড়ছে, পুলিশের লাইন ভাঙার চেষ্টা করছে, পুলিশের গাড়ি ভাঙছে৷ তারা নাকি এই সরকারকে তাড়িয়ে ছাড়বে৷ এবং তার জন্য যতোদিন দরকার, ততোদিন তারা ওখানেই থাকবে৷

তবুও, ঘানুচি নিজে নির্বাচনের আগে গদি ছাড়বেন না বলছেন৷ তাঁর সরকার একাধিক গণতান্ত্রিক সংস্কারের ব্যবস্থা করে জনতার রোষ ঠেকানোর চেষ্টা করছে৷

আরব বিশ্বের প্রথম গণবিপ্লব

কিন্তু তাই দিয়ে কি সাম্প্রতিককালে আরব বিশ্বের প্রথম গণবিপ্লব রোখা যাবে? সেটাই তো হল ইতিহাসের প্রশ্ন৷ সৌদি আরব আশ্রয় দিয়েছে পলাতক প্রেসিডেন্ট বেন আলি'কে৷ ক্যানাডা বলছে তারা বেন আলির আত্মীয়স্বজনকে বহিষ্কার করতে পারবে না কেননা তাদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে৷ ইইউ দেশগুলি এখনও বেন আলির সম্পত্তি কি করে আটক করা যায়, তার পন্থা দেখছে৷ আর টিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কামেল মরজানে ফরাসি ল্য ফিগারো সংবাদপত্রের সঙ্গে সাক্ষাতকারে দেশে নৈরাজ্যের ভয় দেখাচ্ছেন৷

‘‘জুঁই ফুলের বিপ্লব''

তাহলে কি টিউনিশিয়ায় ১৪ই জানুয়ারির ‘‘জুঁই ফুলের বিপ্লব'' ব্যর্থ হবে? সাফল্যের সংজ্ঞার উপরে সেটা নির্ভর করবে৷ বহির্বিশ্বে, বিশেষ করে আরব বিশ্বে তো এখন অনেক কিছুই ঘটছে টিউনিশিয়ার ঘটনাবলীর প্রতিক্রিয়া হিসেব৷ ইয়েমেন সপ্তাহান্তে একজন মহিলা রাজনৈতিক বিক্ষোভকারী এবং এক সাংবাদিককে গ্রেপ্তার করেছিল অশান্তির প্ররোচনা দেবার দায়ে৷ সোমবার ইয়েমেন তাদের মুক্তি দিয়েছে৷ অপরদিকে সিরিয়া একজন প্রায় ৭০ বছর বয়সী বামপন্থীকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে - যদিও এই মানুষটি ইতিপূর্বেই তাঁর রাজনৈতিক মতবাদের জন্য ১৭ বছর জেলে কাটিয়েছেন৷ আলজিরিয়ায় এক ৩৫ বছর বয়সী পুরুষ আগুনে আত্মাহুতি দিয়েছে৷ মিশরে মুসলিম ভ্রাতৃত্ব আন্দোলন বলেছে, তারা প্রতিবাদে যোগ দিতে রাজি৷

আর জার্মানি? জার্মানিতে একটা সম্পূর্ণ নতুন সুর শোনা গেছে সংসদের পররাষ্ট্র বিষয়ক পরিষদের সভাপতি রুপ্রেশ্ট পোলেন্স'এর মুখে৷ তিনি বলেছেন, ইইউ'তে আমরা এযাবৎ - খানিকটা নিরুপায় হয়েই - আরব বিশ্বে কড়া হাতের সরকারদের উপরেই নির্ভর করেছি৷ কিন্তু দেখা যাচ্ছে, এই কর্তৃত্বপন্থি সরকারগুলোই ইসলামি জঙ্গিবাদের মাথা চাড়া দেবার কারণ৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ