1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইজিপি ওয়েব পোর্টাল উদ্বোধন করলেন শেখ হাসিনা

২ জুন ২০১১

ই-টেন্ডারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে টেন্ডারবাজি বন্ধ হবে৷ আর সরকারি ক্রয়ে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা৷ তিনি বলেন, অভ্যস্ত হতে সময় লাগলেও ডিজিটাল বাংলাদেশ গঠনের দিকেই এগোচ্ছে সরকার৷

https://p.dw.com/p/11T22
শেখ হাসিনা ..ফাইল ছবিছবি: Mustafiz Mamun

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিউরমেন্ট সংক্ষেপে ইজিপি ওয়েব পোর্টাল-এর উদ্বোধন করেন৷ এই পোর্টালের ই-টেন্ডারের মাধ্যমে সরকারি দরপত্র এবং সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে৷ ঠিকাদার, ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক যারা নিবন্ধিত হবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমেই টেন্ডারে অংশ নিতে পারবেন৷ তাদের প্রচলিত পদ্ধতিতে আর অফিসে গিয়ে টেন্ডার বাক্সে টেন্ডার জমা দিতে হবেনা৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে সরকারের ৪টি দফতর ও প্রতিষ্ঠানকে এই পোর্টালের আওতায় আনা হয়েছে৷

প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে সরকারী ক্রয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে৷ আর শোনা যাবেনা টেন্ডারবাজি বা টেন্ডার দখলের কথা৷ তিনি বলেন, এই ইজিপি আরো আগেই শুরু করা যেত৷ কিন্তু বিগত ৪ দলীয় জোট সরকারের অজ্ঞতার কারণে সঠিক সময়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে পারেনি৷ এখনো অনেক সুবিধাবাদিরা হয়তো এর বিরোধিতা করবে বলে জানান প্রধানমন্ত্রী৷

শেখ হাসিনা বলেন, দেশকে অবশ্যই আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা হবে৷ বাস্তবায়ন করা হবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন৷ শিগগিরই বাজারে পাওয়া যাবে ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে দেশে উৎপাদিত ল্যাপটপ৷ আর বিদ্যুত সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ সফল হওয়ার পথে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন