1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের সেরা ছবির মনোনয়নপর্ব শেষ হল

৮ নভেম্বর ২০০৯

২০০৯ সালের ইউরোপীয় ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়ে গেল ৷ ফরাসি থেকে শুরু করে ব্রিটিশ৷ রয়েছে বহু ফিল্ম, সঙ্গে স্লামডগ মিলিওনেয়ার৷

https://p.dw.com/p/KQo0
মনোনয়ন পেয়েছে স্লামডগ...

ফরাসি ছবি ‘উন প্রোফেটে' বা এ প্রোফেট পেয়েছে মোট ছয়টি মনোনয়ন৷ তার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা নির্দেশক, সেরা অভিনেতা ইত্যাদি৷ প্রায় একই অবস্থান ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল নির্দেশিত, মুম্বইয়ের পটভূমিকায় বলিউডের অভিনেতা অভিনেত্রীদের দ্বারা অভিনীত অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিওনেয়ার -এরও৷ ইউরোপীয় চলচ্চিত্র পুরষ্কারের মনোনয়ন তালিকায় দেখা যাচ্ছে ড্যানি বয়েলের ছবিটিও পেয়েছে পাঁচটি মনোনয়ন৷ তার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা নির্দেশক এবং সেরা অভিনেতার তালিকা৷

Film "Zerrissene Umarmungen" von Pedro Almodovar Flash-Galerie
পেনেলোপে ক্রুজ (ছবির দৃশ্য)ছবি: TOBIS Film

ইউরোপের ছবির জন্য ইউরোপীয় ফিল্ম অ্যাকাডেমির এই মনোনয়নের তালিকা শনিবার ঘোষিত হল মাদ্রিদে৷ যেসব ছবি এ বছরের মনোনয়নে স্থান পেয়েছে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ফরাসি নির্দেশক ঝাক অডিয়ার্ডের ছবি৷ রয়েছেন নামজাদা স্প্যানিশ নির্দেশক পেড্রো আলমোডোভোর এবং তাঁর নতুন ছবি ‘লস আব্রাজোস রোটোস' বা ব্রোকেন এমব্রেসেস৷ এই ছবিতে অভিনয় করেছেন পেনেলোপে ক্রুজ৷ তাছাড়া ছবিটা বানিয়েছেন আলমোডোভোর৷ সুতরাং, মনোনয়ন তো আছেই পুরষ্কারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

তবে পেনেলোপেকে এই পুরষ্কারের জন্য লড়তে হবে দুই বাঘা অভিনেত্রীর সঙ্গে৷ তাঁদের মধ্যে একজন শার্লট গেইনসবার্গ৷ তাঁর অভিনীত ছবি ‘অ্যান্টিক্রাইস্ট'৷ আর অন্যজন হলেন ‘দ্য রিডার' ছবির নায়িকা ‘টাইটানিক' খ্যাত কেট উইনস্লেট৷ সুতরাং লড়াইটা জমবে সেরা অভিনেত্রীর শিরোপার জন্য৷

সেরা ছবির লড়াইটাও কিছু কম নয়৷ ব্রিটিশ ছবি ‘ফিশ ট্যাঙ্ক' রয়েছে দৌড়ে, আছে সুইডিশ ছবি ‘লেট দ্য রাইট ওয়ান ইন'৷ এ ছবিটা একটা রোম্যান্টিক হরর ছবি৷ আছে অস্ট্রিয়ার ছবি ‘দ্য হোয়াইট রিবন', এছাড়া স্লামডগ বা প্রোফেট তো রয়েছেই৷

ইউরোপীয় ফিল্ম অ্যাকাডেমির দুই হাজারেরও বেশি সদস্য আপাতত এইসব মনোনীত ছবিগুলির বিষয়ে ভোট দেবেন৷ এই প্রক্রিয়া চলবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত৷ তারপর বারোই ডিসেম্বর জার্মানির বোখুম শহরে ইএফএ-র জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে সেরাদের নাম৷ দেখা যাক এবার কোন ছবি বা কোন নির্দেশক দখল করেন ‘সেন্ট্রাল স্টেজ'৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই