1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে রোমিং কল চার্জ আরো একধাপ কমলো

২ জুলাই ২০১১

ইউরোপের যে কোন দেশে ঘুরে বেড়ালেও মুঠোফোনে কথা বলার খরচে যেন কোন পার্থক্য না থাকে সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইউরোপীয় কমিশন৷ পহেলা জুলাই থেকে ইউরোপ ভ্রমণকারীদের কল চার্জ আরো এক ধাপ কমলো৷

https://p.dw.com/p/11npQ
money cellular mobile phone, Foto: Fotolia/Stanislav Tatarnikov, 3722574
ছবি: Fotolia/Stanislav Tatarnikov

জুলাই মাসের এক তারিখ থেকে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে মোবাইল কল করার জন্য মূল্য সংযোজন কর তথা ভ্যাট ছাড়া প্রতি মিনিট সর্বোচ্চ ৩৫ ইউরো সেন্ট খরচ হবে৷ যুক্তরাজ্যের জন্য এটা ৩২ পেনি৷ এছাড়া মুঠোফোনে কল গ্রহণ করার জন্য সর্বোচ্চ খরচ হবে ১১ ইউরো সেন্ট, যা ১০ পেনির সমান৷

এতোদিন পর্যন্ত কল করা ও গ্রহণ করার জন্য খরচ ছিল প্রতি মিনিটে ৩৯ ইউরো সেন্ট এবং ১৫ ইউরো সেন্ট৷ এছাড়া অন্য দেশ থেকে প্রতি মেগাবাইট ইন্টারনেট উপাত্ত আপলোড কিংবা ডাউনলোড করার খরচ ধরা হয়েছে ৫০ ইউরো সেন্ট বা ৪৫ পেনি৷ আগে এর খরচ ছিল ৮০ ইউরো সেন্ট বা ৭২ পেনি এবং সাথে নির্ধারিত হারে ভ্যাট৷

Woman sleeping and holding a cell phone. Wake up call. MODEL RELEASED. Foto: TUOMAS MARTTILA / LEHTIKUVA +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/ dpa

আগামী ২০১৫ সালের মধ্যে ইইউ সদস্য দেশগুলোতে সর্বত্র একই খরচে মোবাইল কল করার সুবিধা নিশ্চিত করতে চায় ব্রাসেলস৷ এই লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রক্রিয়া শুরু করেন তৎকালীন তথ্য, সমাজ এবং যোগাযোগ বিষয়ক কমিশনার ভিভিয়ান রেডিং৷ প্রতি বছর প্রায় ৬ শতাংশ হারে কল চার্জ কমানোর কর্মসূচি বাস্তবায়ন করছে কমিশন৷

তবে কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় আদালতে মামলা করেছিল ব্রিটিশ মোবাইল সেবাদানকারী সংস্থা ওটু, ভোডাফোন, অরেঞ্জ এবং টি-মোবাইল৷ কিন্তু ২০১০ সালের জুন মাসে তাদের এই মামলা খারিজ করে দিয়েছে আদালত৷ ফলে কমিশনের সামনে আর কোন বাধা নেই এই বিধান কার্যকর করার ক্ষেত্রে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য