‘ইউরোপে বন্যার খবর জানলাম’ | পাঠক ভাবনা | DW | 07.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইউরোপে বন্যার খবর জানলাম’

মধ্য-ইউরোপে বন্যার পরিস্থিতি এবং প্রাকৃতিক এই দুর্যোগের মোকাবিলার সর্বশেষ চিত্র তুলে ধরে ছবিঘরের উপস্থাপনা দেখে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হতে পারলাম৷

যে কোনো দেশেই বন্যার ক্ষয়ক্ষতি সেই দেশের জনজীবনকে যেমন বিপর্যস্ত করে, তেমনি সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেও বিপর্যস্ত করে৷ তাই মধ্য-ইউরোপের বন্যা কবলিত দেশগুলিও এই মুহূর্তে এই সংকটের সম্মুখীন৷ ইউরোপ উন্নত পরিকাঠামোর সাহায্যে সঠিকভাবেই এই সংকট মোকাবিলা করছে বলে আমরা মনে করি৷

তীব্র জলসংকট দূর করার লক্ষ্যে জার্মান মোটর গাড়ি নির্মাতা ভক্সভাগেনের ভারতের সংকট কবলিত একটি এলাকায় সামাজিক প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ খুবই প্রশংসনীয়৷

গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রের বর্তমান গতি-প্রকৃতি নিয়ে তুলে ধরা সাম্প্রতিক পরিবেশনাগুলো সংগঠিত করে ডয়চে ভেলের বিশেষ আয়োজন ‘গণতন্ত্র কোথায় কেমন' এবং তার সাথে কার্টুনে বিভিন্ন দেশের গণতন্ত্র বেশ ভালো লাগলো৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

– বন্ধু সুভাষ চক্রবর্তী, নিয়মিত লেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন