1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের টাকা অন্যত্র সরানোর অভিযোগ

২ ডিসেম্বর ২০১০

মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোটি কোটি ডলার সরানোর অভিযোগ নিয়ে ঢাকার পত্রিকাগুলো বেশ সরগরম৷ বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ খবরটি বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে৷

https://p.dw.com/p/QNhl
মুহম্মদ ইউনূসছবি: AP

এছাড়া এই খবর সম্পর্কে পাঠকদের মন্তব্যও আহ্বান করেছে এই অনলাইন সংবাদ সংস্থাটি৷ সেখানে পাঠকরা নিজেদের মতামত দিচ্ছেন৷ বিডিনিউজ-এর খবরে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূস ইউরোপের দেওয়া কোটি কোটি ডলার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেন৷ নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে এই অভিযোগ তোলা হয়েছে৷

কালের কণ্ঠ ও সমকালে প্রধান শিরোনাম করা হয়েছে বিষয়টিকে৷ ইত্তেফাক আর যুগান্তরেও খবরটি রয়েছে৷ তবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে খবরটিকে মিথ্যা হিসেবে দাবি করা হয়েছে এবং বলা হয়েছে শীঘ্রই তারা এ ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে৷ পত্রিকাগুলো এই সংবাদটিও ছাপিয়েছে৷

পার্বত্য শান্তি চুক্তি

চুক্তির ১৩ তম বার্ষিকী পূর্ণ হচ্ছে আজ৷ সমকাল বলছে, শান্তি চুক্তির ১৩তম বার্ষিকী হতে চললেও পাহাড়ি জনপদ এখনও হতাশায়৷ কারণ চুক্তি পুরোপরি বাস্তবায়িত হয়নি৷ তবে এই দীর্ঘ সময়ে পাহাড়ে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সমকাল৷ আর ইত্তেফাক বলছে, পাহাড়ে এখনো শান্তি নেমে আসেনি৷ কারণ সেখানে এখনো ভূমি বিরোধ মেটেনি৷ আর আঞ্চলিক ও জেলা পরিষদ গঠিত হলেও আইন অনুযায়ী তাদের ক্ষমতা দেয়া হয়নি বলে জানাচ্ছে ইত্তেফাক৷

রাজনীতি

বিএনপির আন্দোলন কর্মসূচির খবর সব পত্রিকাতেই আছে৷ তবে বেশিরভাগ পত্রিকা বলছে বিএনপি কর্মসূচি ঠিক করেছে এবং আজ সেটা প্রকাশ করবে৷ কিন্তু কী কর্মসূচি ঠিক করলো সেটা জানিয়েছে যুগান্তর৷ পত্রিকাটি বলছে অন্তত এই মাসে হরতাল করবে না বিএনপি৷ এর পরিবর্তে জেলা উপজেলায় বিক্ষোভের ঘোষণা দিতে পারে বিএনপি৷ এছাড়া খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আলোচনা এখনও চলছে৷ বাড়ি ছাড়া নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে - এমন অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আদালত অবমাননার আবেদনটি গতকাল খারিজ করে দেয়া হয়েছে৷ বিষয়টির পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের মন্তব্য ছেপেছে পত্রিকাগুলো৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই