1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি

১৫ মার্চ ২০১১

ড. ইউনূসের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি করলো আপিল বিভাগ৷ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ শুনানি মুলতবি করেন৷

https://p.dw.com/p/10ZD8
ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

ইউনূসের পক্ষে শুনানিতে ড. কামাল হোসেন বলেন, রিট আবেদনে হাইকোর্ট কোনো রুল (আদেশ) না দিয়ে রায় দিয়েছেন৷ এসময় তিনি বলেন ইউনূসকে অপসারণের কারণে গ্রামীণ ব্যাংক ভেঙে পড়তে পারে৷

এক দফা শুনানির পর আদালত হাইকোর্টের রায়ের অনুলিপি হাতে পাওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়ে শুনানি মুলতুবি করেন৷ রায়ের অনুলিপি পাওয়ার পর ইউনূস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে পারবেন৷

শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি সাংবাদিকদের বলেন, "আদালত শুনানি দুই সপ্তাহ মুলতুবি করেছেন৷ তবে কোনো স্থগিতাদেশ দেননি৷

এর ফলে ইউনূসকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রইলো বলে জানান তিনি৷

বেশি বয়সের কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ইউনূসকে অপসারণ করে৷

ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়৷ হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়৷

এরপর গত ৯ মার্চ ইউনূস রিট আবেদন খারিজের রায় স্থগিতে আপিল বিভাগে আবেদন করেন৷ তখন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান