ইউনূস প্রসঙ্গে ডয়চে ভেলের শ্রোতা-পাঠকদের প্রতিক্রিয়া | পাঠক ভাবনা | DW | 10.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইউনূস প্রসঙ্গে ডয়চে ভেলের শ্রোতা-পাঠকদের প্রতিক্রিয়া

‘গ্রামীণ ব্যাংক’কে বাঁচান’: ফেসবুকে আহ্বান শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে চৈতালি সরকার মন্তব্য করেছেন, ক্ষুদ্রঋণ আন্দোলন গতি হারাবে৷ ডয়চে ভেলের এই প্রতিবেদনটি পছন্দ করেছেন বদরুল আলম নাবিল, মোস্তফা কামাল, আমির হোসেনসহ ১৬ জন৷

প্রফেসর ইউনূস

প্রফেসর ইউনূস

‘সুপ্রিম কোর্টে আপিল করবেন ড. ইউনূস' শিরোনামের প্রতিবেদনটিতে সোহেল রানা লিখেছেন, এদেশের ন্যায় বিচার পাওয়া খুব কঠিন! এই মন্তব্যগুলো এসেছে আমাদের ফেসবুক পাতায়৷ আপনারাও চাইলে ইউনূস প্রসঙ্গে মতামত জানাতে পারেন আমাদের পাতায়৷ ঠিকানা: facebook.com/dwbengali

এছাড়া টুইটারে কয়েক পাঠক ইউনূস প্রসঙ্গে আমাদের প্রতিবেদনগুলো টু্ইট করেছেন৷ গ্রামীণ ব্যাংকে'র ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূস এর অবস্থান প্রসঙ্গে ই-মেলে মন্তব্য পাঠিয়েছেন কয়েকজন পাঠক৷ মোখলেসুর দাবি করেছেন, ‘‘ড. ইউনুস বিদেশ থেকে দরিদ্র অসহায় লোকদের সাহায্য ও দারিদ্র বিমোচনের কথা বলে অর্থ সংগ্রহ করেন৷ অথচ সেই অর্থ উচ্চ সুদে দরিদ্র অসহায় লোক বা মহিলাদের ঋণ দেওয়া হয়৷''

বন্ধু মোখলেসুর, শুধু গ্রামীণ ব্যাংক নয়, সামগ্রিকভাবেই ক্ষুদ্রঋণের সুদের হার নিয়ে বিতর্ক রয়েছে৷ গতকাল মানে বুধবারই কিন্তু বাংলাদেশ সরকার ক্ষুদ্রঋণে সুদের হার সর্বোচ্চ ২৭ ভাগ নির্ধারণ করে দিয়েছে৷ আগামী জুন থেকে এই হার কার্যকর হবে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন