1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে বিতর্ক

২৬ এপ্রিল ২০১২

দেশে-বিদেশে প্রবল চাপের মুখে ইউক্রেনের সরকার অবশেষে কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর নির্যাতনের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে৷

https://p.dw.com/p/14lMI
ছবি: picture-alliance/dpa

গত বছর অক্টোবর মাসে ইউক্রেনের এক আদালত ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো'কে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল৷ ২০০৯ সালে ক্ষমতায় থাকার সময় তাঁর সরকার রাশিয়ার থেকে গ্যাস আমদানির লক্ষ্যে যে চুক্তি করেছিল, তার ফলে ইউক্রেনের কোটি কোটি ডলার ক্ষতি হয় বলে অভিযোগ আনা হয়েছিল৷ এবার কারাবন্দি টিমোশেঙ্কো'র অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে৷ তিন জন বলিষ্ঠ পুরুষ তাঁকে একটি চাদরে মুড়ে পেটে আঘাত করেছে৷ গত ২০শে এপ্রিল জেল থেকে হাসপাতালে নিয়ে যাবার ঠিক আগে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন৷ ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে৷ এই আচরণের প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন৷ ইউক্রেনের সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের অভিযোগ, এটা ৫১ বছর বয়স্ক টিমোশেঙ্কো'র রাজনৈতিক চাল৷ বর্তমান নেতৃত্বের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের আরও অবনতি ঘটাতে তিনি এমনটা করছেন৷

Charkiw Ukraine Polische Demonstration für Julija Tymoschenko
টিমোশেঙ্কো’র পক্ষে বিক্ষোভছবি: DW

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের এই পরিস্থিতির ফলে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছে৷ ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ইউক্রেন'এর সরকারের উদ্দেশ্যে বলেছেন, কিয়েভ'এ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতদের কারাগারে গিয়ে টিমোশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হোক৷ তাঁরা সঙ্গে নিরপেক্ষ ডাক্তারদের নিয়ে গিয়ে টিমোশেঙ্কোর শারীরিক অবস্থা পরীক্ষা করাতে চান৷ একমাত্র এভাবেই ইউক্রেনের সরকার এবিষয়ে রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে পারে৷

ইউক্রেনের ডাক্তারদের উপর ভরসা করতে পারছেন না টিমোশেঙ্কো৷ শুধু তাই নয়, কর্তৃপক্ষ ইঞ্জেকশন দিয়ে উল্টে আরও ক্ষতি করতে পারে বলে তাঁর আশঙ্কা৷ এই ভয়ে তিনি রক্ত পরীক্ষা বা অন্য কোনো চিকিৎসা করাতে দিচ্ছেন না৷ বুধবার ইউক্রেনের সরকার জার্মানিকে চিকিৎসক দল পাঠানোর অনুরোধ করে৷ জার্মান সরকার এর আগেই টিমোশেঙ্কো'কে জার্মানিতে এনে চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছিল৷ বার্লিনের এক হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল তাঁকে পরীক্ষা করেছে৷

এই ঘটনার ফলে কূটনৈতিক স্তরে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ছে৷ প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন৷ আসন্ন ইউরো ফুটবল প্রতিযোগিতার যুগ্ম-আয়োজক হিসেবে বেকায়দায় পড়েছে সেদেশ৷ শোনা যাচ্ছে প্রতিযোগিতা বর্জনের ডাক৷ জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক আগামী মাসে নির্ধারিত ইউক্রেন সফর বাতিল করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (এএফপি, ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়