1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-এর প্রেসিডেন্ট পদ কী শোয়ার্জনেগারের পরবর্তী লক্ষ্য?

২০ এপ্রিল ২০১১

আর্নল্ড শোয়ার্জনেগার, হলিউড থেকে, রাজনীতি অর্থাৎ ক্যালিফোর্নিয়ার গভর্ণর, তারপর? তাঁর পরবর্তী লক্ষ্য কী ইউরোপীয় ইউনিয়নের প্রধান হওয়া? মার্কিন গণমাধ্যমগুলো সেইরকমই বলছে৷

https://p.dw.com/p/10wtP
আর্নল্ড শোয়ার্জনেগারছবি: DW

অষ্ট্রিয়ায় জন্মগ্রহণকারী সাবেক এই বডি বিল্ডারের বয়স এখন ৬৩ বছর৷ নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, আর্নল্ড শোয়ার্জনেগারের সহকারীরা তাঁকে ইউরোপে ফিরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির জন্যে লড়াইয়ে নামার পরামর্শ দিয়েছেন৷

শোয়ার্জনেগারের চীফ অফ স্টাফ টেরি তামিনেন নিউজউইককে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইইউ অত্যন্ত উচ্চমান সম্পন্ন প্রেসিডেন্টের খোঁজ করবে-এমন কারো খোঁজ, যিনি ইউরোপকে একিভূত করতে পারবেন৷ তাঁর সাবেক বসের জন্যে কাজের মনোনয়নে তামিনেন আরো বলেন, ‘‘ফরাসীরা একজন জার্মানকে চাইবে না এবং জার্মানরা একজন ইটালীয়ানকে চাইবে না৷ কিন্তু ইউরোপে জন্মগ্রহণকারী একজন যদি অ্যামেরিকা থেকে যান তাহলে কেমন হয়? হয়তো আবারো তিনি ওয়াশিংটন বা জেফারসনে ফিরে আসবেন৷''

আর্নল্ড শোয়ার্জনেগার জানুয়ারিতে তাঁর দুই মেয়াদের ক্যালিফোর্নিয়া গভর্ণরের দায়িত্ব পালন শেষ করেছেন৷ অ্যামেরিকান সেলিব্রিটি হিসেবে তিনি যতোটা না সিনেমা স্টার, তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন রাজনীতিবিদ হিসেবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম