1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেমস বন্ডের গাড়ি!

১০ সেপ্টেম্বর ২০১৩

অবশ্য এটা রাস্তায় চলা গাড়ি নয়৷ এটা হলো সাবমেরিন কার৷ অর্থাৎ পানিতে চলে৷ ১৯৭৭ সালের জেমস বন্ড মুভি ‘স্পাই হু লাভড মি'-তে ব্যবহৃত হয়েছিল এই গাড়িটি৷

https://p.dw.com/p/19eaG
Der Aufbau am roten Teppich am 30.10.2012 in Berlin zur Premiere des neuen James-Bond-Films "Skyfall" im Musical-Theater am Potsdamer Platz. Der Streifen ist ab 01.11.2012 in den deutschen Kinos zu sehen. Foto: Jens Kalaene/dpa
James Bond 007 Skyfall LOGOছবি: picture alliance/dpa

বন্ড ভক্তদের নিশ্চয় মনে আছে, ঐ ছবিতে হেলিকপ্টার থেকে ছোঁড়া ভিলেনের গুলি থেকে বাঁচতে বন্ডের চরিত্রে রজার মুর-এর বন্ডগার্ল বারবারা বাখকে নিয়ে তাঁর সাবমেরিন কারটি পানির নীচে নিয়ে গিয়েছিলেন৷

সাদা রংয়ের ‘লোটাস এসপ্রি' নামের সেই সাবমেরিন কারটি সোমবার লন্ডনে নিলামে তোলা হয়েছিল৷ নিলামকারী কোম্পানি আরএম অকশন এর আশা ছিল কারটি সাড়ে ছয় থেকে নয় লাখ পাউন্ডে বিক্রি করবে৷ কিন্তু সেটা বিক্রি হয়েছে সাড়ে পাঁচ লাখ পাউন্ডে৷ টেলিফোনে পরিচালিত এই নিলামটি ইন্টারনেটে সরাসরি প্রচারিত হয়৷ নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক লাখ পাউন্ড৷

অবশ্য নিলামের পর এই দাম পেয়েও নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন আরএম অকশন ইউরোপের কর্মকর্তা পিটার হেইনস৷ তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে গাড়িটি রাস্তায় চলে না৷ তারপরও এতো দাম ওঠা এটাই প্রমাণ করে যে বন্ড সংশ্লিষ্ট জিনিসের মূল্য অনেক৷''

আরএম অকশন এর আগে ২০১০ সালে ‘গোল্ডফিঙ্গার' আর ‘থান্ডারবল' মুভিতে শন কনারির ব্যবহার করা ‘অ্যাশ্টন মার্টিন ডিবি৫' কারটি ২৯ লাখ পাউন্ডে বিক্রি করেছে৷

জেডএইচ / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য