1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৮ ভাগ বন উজাড়

১৮ নভেম্বর ২০১৩

বিশ্ব ক্রমেই বন শূন্য হয়ে পড়ছে, দ্রুত হ্রাস পাচ্ছে আমাজনের রেইন ফরেস্ট৷ ২০১২ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৮ ভাগ বন উজাড় হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিল সরকার৷

https://p.dw.com/p/1AIqE
Smoke billows as an area of the Amazon rainforest is burnt to clear land for agriculture near Novo Progresso, Para State, September 23, 2013. The Amazon rainforest is being eaten away at by deforestation, much of which takes place as areas are burnt by large fires to clear land for agriculture. Initial data from Brazil's space agency suggests that destruction of the vast rainforest - the largest in the world - spiked by more than a third over the past year, wiping out an area more than twice the size of the city of Los Angeles. If the figures are borne out by follow-up data, they would confirm fears of scientists and environmental activists who warn that farming, mining and Amazon infrastructure projects, coupled with changes to Brazil's long-standing environmental policies, are reversing progress made against deforestation. Environmental issues will be under the spotlight as a United Nations Climate Change Conference opens in Warsaw, Poland on November 11. Picture taken on September 23, 2013. REUTERS/Nacho Doce (BRAZIL - Tags: ENVIRONMENT POLITICS AGRICULTURE) ATTENTION EDITORS: PICTURE 15 OF 55 FOR PACKAGE 'AMAZON - FROM PARADISE TO INFERNO' TO FIND ALL IMAGES SEARCH 'AMAZON INFERNO'
ছবি: Reuters

বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট ব্রাজিলের আমাজন হুমকির মুখে৷ গত বছর ব্রাজিলে একটি আইন করা হয় যেখানে বন বা অরণ্যের চেয়ে প্রাধান্য দেয়া হয় কৃষিকে৷ সেকারণেই হয়ত গত এক বছরে আমাজনে আশংকাজনক হারে কমছে অরণ্য - এমনটাই ধারণা পরিবেশবাদীদের৷

পরিবেশ মন্ত্রী ইসাবেলা তিজিরা এক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি গবেষণায় দেখা গেছে আমাজনের ৫,৮৪৩ বর্গ কিলোমিটার রেইন ফরেস্ট উজাড় হয়ে গেছে, যার আয়তন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের সমান৷ পরিবেশবিদদের অভিযোগ নাকচ করে দিয়ে মন্ত্রী বলেছেন, গত এক দশকে সরকারের পদক্ষেপের কারণেই বন উজাড়ের মাত্রা অনেক কমে গেছে, যা ইতিবাচক৷ তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হলো আমাজনের অবৈধ বন উজাড় বন্ধ করা৷

সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি৷ এজন্য আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী, যেখানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা করা হবে৷

আমাজনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অরণ্য বলা হয় এ কারণে যে বৈশ্বিক উষ্ণতা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ কেননা এই অরণ্য মানবসৃষ্ট কার্বন শোষণ করে সবচেয়ে বেশি৷ কেবল আমাজনের বন উজাড়ের কারণে ৭৫ ভাগ কার্বন নিঃসরণ বেড়ে গেছে ব্রাজিলে৷

গত বছর উজাড় হয়েছে ১,৫৭১ বর্গ কিলোমিটার বন৷ সবচেয়ে বেশি বন উজাড় হয়েছিল ২০০৪ সালে ২৭,০০০ বর্গ কিলোমিটার৷

গ্রিনপিস আমাজনের ক্যাম্পেইনার পলো আদারিও বলেছেন, সরকার কৃষিকে প্রাধান্য দিয়ে যে আইন করেছে, তাতে যে এ পরিস্থিতির সৃষ্টি হবে তাতে আশ্চর্যের কিছু নেই৷ সরকার যে অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে, তাতে বন উজাড় হবেই বলে মন্তব্য করেন তিনি৷ কেননা রাস্তা-ঘাট, রেল এবং বাঁধ তৈরির জন্য যেসব প্রকল্প করছে সরকার, তাতে বন উজাড় হবেই বলে জানান তিনি৷

এপিবি / জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য