1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনরূপে ঢাকা

১১ মার্চ ২০১৪

ঢাকাবাসী কি নিজেদের শহরটার দিকে মন দিয়ে খুব একটা তাকান? আগে কেমন ছিল, দিন দিন শহরটা বদলাতে বদলাতে কেমন হচ্ছে তা নিয়ে ভাবেন? এক ব্লগার ভেবেছেন৷ প্রিয় শহরকে তিনি সুন্দরই দেখতে চান সবসময়৷

https://p.dw.com/p/1BNSj
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

শহরে অট্টালিকা বাড়ছে৷ শপিং মল হচ্ছে নতুন নতুন, পাড়া-মহল্লাতেও ঢুকে পড়ছে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান৷ যানযট বাড়ছে৷ এ সবের মাঝে কি সৌন্দর্য খুঁজে পাওয়া যায়? যায় হয়ত৷ তবে সব মিলিয়ে শহর সম্পর্কে সবার উদাসীনতা আর অবহেলাই চোখে পড়ে বেশি৷ সামহয়্যার ইন ব্লগে দেওয়ান কামরুল হাসান তা-ই লিখেছেন৷ তাতে শহর ঢাকা-র প্রতি তাঁর ভালোবাসাই প্রকাশ পেয়েছে৷ বুঝতে অসুবিধা হয়নি প্রিয় শহরকে সবসময় সুন্দর দেখতে চান তিনি৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘আহা, এমন যদি হতো আমাদের ঢাকা শহর!''

রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘‘তোমার প্রেমে যে লেগেছে আমার চির নূতনের সুর''৷ দেওয়ান কামরুল হাসানের মনেও যেন লেগেছে চির নূতনের সুর৷ রাজধানীকে নতুন রূপে দেখতে চান তিনি, যেমনটি দেখেছিলেন ওয়ানডের বিশ্বকাপের সময়৷ তখন ঢাকা সেজে উঠেছিল নতুন রূপে৷ দেওয়ান কামরুল হাসানের এক প্রবাসী বন্ধু অনেকদিন পর দেশে ফিরে বিশ্বাস করতে পারছিলেন না এ শহর তাঁর চিরচেনা সেই ঢাকা৷ কিন্তু বিশ্বকাপ শেষ হলো, ঢাকা শহরও দু-দিন আগের অবহেলার সময়ে৷ সামহয়্যার ইন ব্লগের ব্লগার তাই আক্ষেপ করে লিখেছেন, ‘‘এত সুন্দর আমাদের এই নগরী, শুধু একটু আমাদের সচেতনতার দরকার৷'' তাঁর মতে, ‘‘আমরা যারা যে কোনো দল বা যে কোনো সরকারকে দোষ দিই তার চেয়ে বেশি দোষ আমাদের সাধারণ জনগণের৷ আমরা আমাদের সম্পদ নিজ হাতে নষ্ট করে ফেলি৷''

Flash-Galerie Cricket World Cup 2011
ওয়ানডে বিশ্বকাপের সময় সেজেছিল ঢাকাছবি: DW

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আবার নতুন রূপে সেজেছে ঢাকা৷ দেওয়ান কামরুল হাসানের ভাষায়, ‘‘আবার পরিবর্তনের হাওয়া লেগেছে আমাদের প্রাণপ্রিয় ঢাকা শহরে৷ আবার আমি মুগ্ধ এই রূপে৷ কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর কী হবে? আমরা কি আবার সেই পূরানো মহিমায় ফিরে যাব?''

শহরকে সুন্দর রাখার জন্য তাঁর আহ্বান, ‘‘মাননীয় মন্ত্রী বা যাঁরা এই টি২০ বিশ্বকাপ প্রোজেক্টের সাথে যুক্ত আছেন তাঁদের কাছে একটাই অনুরোধ, খেলা শেষে আমাদের এই ঢাকার সৌন্দর্য যেন আবার সেই পূর্বের অবস্থায় ফিরে না যায়৷ কিছু উদ্যোগ গ্রহণ করলে ঢাকা তার সৌন্দর্য ধরে রাখতে পারবে৷''

শহরের সৌন্দর্য রক্ষার জন্য কিছু পরামর্শ দেয়ার পর নিজের একটি স্বপ্নের কথাও লিখেছেন দেওয়ান কামরুল হাসান, ‘‘আশা রাখি আমাদের ঢাকা হবে অন্যান্য দেশের রোল মডেল৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য