1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুধাবীতে প্র্যাকটিস ম্যাচ খেলবে ইংল্যান্ড

ফাহমিদা সুলতানা৫ ডিসেম্বর ২০০৮

ভারতে অনুষ্ঠেয় ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সিরিজের আগে, আবুধাবীতে প্র্যাকটিস ম্যাচ খেলবে ইংল্যান্ড৷ আর সেজন্যে ইংল্যান্ড দলের ক্যাপটেন কেভিন পিটারসেন সহ খেলোয়াড়রা ইতোমধ্যে আবুধাবী রওনাও হয়ে গেছেন৷

https://p.dw.com/p/GA5r
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইংল্যান্ড দলের খেলোয়াড়দের নির্ভীক বলে অভিহিত করেছেন (ফাইল ফটো)ছবি: AP

মুম্বাইয়ে হামলার পর ভারতে এই টেস্ট সিরিজ অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়৷ আবুধাবীর উদ্দেশ্যে রওনা হবার আগে পিটারসন বলেছেন, যদি প্রয়োজন হয় কর্মকর্তারা তাৎক্ষনিক সিদ্ধান্ত নেবেন ইংল্যান্ডে ফিরে যাবার৷ প্রথম টেস্ট ম্যাচ ভারতের চেন্নাইতে শুরু হবে ১১-ই ডিসেম্বর থেকে৷

ইংল্যান্ড দলের অধিনায়ক বলেন, ভারতের পাশে আমাদের এখন থাকা প্রয়োজন, দলের খেলোয়াড়রা ভারতে যেতে চাচ্ছেন এটা একটা দারুন ব্যাপার৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইংল্যান্ড দলের খেলোয়াড়দের নির্ভীক বলে অভিহিত করেছেন৷

ইংল্যান্ড দলের ৯ জন ব্যাক আপ খেলোয়াড়ের মধ্যে ইয়র্কশায়ার লেগ স্পিনার আদিল রশিদকে শেষে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সব মিলিয়ে ইংল্যান্ড দলের ২৩ জন খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন৷ আবুধাবীতে পৌঁছে দলটি সেখানে ভারতের নিরাপত্তা রিপোর্টের জন্যে অপেক্ষা করবে এবং সেই রিপোর্টের ওপর নির্ভর করে ইংল্যান্ড দল সেখানে রওনা হবে সোমবার৷