1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ডিসেম্বর ২০১২

ঢাকাসহ সারা দেশের সংঘাত, সংঘর্ষ আর গাড়িতে আগুনের মধ্য দিয়ে প্রধান বিরোধী দল বিএনপি’র নেতৃত্বে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়৷ বিএনপি বলেছে, গ্রেপ্তার ও পুলিশি অবরোধ দিয়ে বিরোধী দলের আন্দোলন বন্ধ করা যাবে না৷

https://p.dw.com/p/16zq5
An activist of the Bangladesh Nationalist Party (BNP) throws a piece of brick toward pro-government activists during a nationwide blockade in Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

শীতের ঘন কুয়াশার মধ্যেও ভোর থেকেই ঢাকার রাস্তায় নামেন হরতাল সমর্থক পিকেটাররা৷ আর যথারীতি পুলিশ ও পুলিশের গাড়ির ওপর হামলা চলে৷ ভাঙচুর এবং আগুন দেয়া হয় যানবাহনে৷ আর পুলিশও পাল্টা ব্যবস্থা নেয় টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে৷

ভোরে ঢাকার শহীদ মিনার এলাকা থেকে সংঘাতের শুরু৷ এরপর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, শরির আখড়া, মিরপুর গাবতলী, শাহবাগ এলাকায় পুলিশ-পিকেটার সংঘর্ষ হয়৷ এসব এলাকায় পিকেটাররা যানবাহনে আগুন এবং ভাঙচুর ছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়৷ পুলিশও তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়৷ বিভিন্ন স্থান থেকে আটক করে শতাধিক পিকেটারকে৷

Activists of the Bangladesh Nationalist Party (BNP) shout slogans as they set fire to tyres during a nationwide blockade in Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election.REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
বিএনপি আবারো আগামী বৃহস্পতিবার আধা-দিবস হরতাল পালন করবেছবি: Reuters

আর নয়াপল্টনের বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় পুলিশ সারাদিনই আবরুদ্ধ করে রাখে৷ সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এভাবে হামলা আর অবরুদ্ধ করে বিরোধী দলের আন্দোলন বন্ধ করা যাবেনা৷

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, বগুড়া, খুলনাসহ বিভিন্ন এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ ঢাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো হরতালের বিরুদ্ধে মিছিল করেছে৷ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে এই সংঘাত আর সংঘর্ষের দায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেই নিতে হবে৷

এদিকে, সোমবার গ্রেপ্তার হওয়া বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকেলে আলদাতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ৷ তাঁর পক্ষে জামিনেরও আবেদন জানান হয়৷ আদালত উভয় পক্ষের আবেদন নাকোচ করে৷ তাঁকে কারাগারে পাঠান৷

আর রবিবার অবরোধের দিন নিহত পথচারী বিশ্বজিৎ সাহার হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর অবশ্য জানিয়েছেন যে, এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে আটক করা হয়েছে৷ তিনি দাবি করেন, বিশ্বজিতকে হত্যার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়৷

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র নেতৃত্ব মঙ্গলবার ১৮ দল হরতাল পালন করলো৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বিএনপি আবারো আগামী বৃহস্পতিবার আধা-দিবস হরতাল পালন করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য