1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো ‘লা লিগা’ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

১৩ মে ২০১১

দুই ম্যাচ বাকি থাকতেই টানা তৃতীয়বারের মতো ‘লা লিগা ’ শিরোপা ঘরে তুলেছে পেপ গর্দিওলার দল বার্সেলোনা৷ এই নিয়ে ২১ বার অর্জন করলো ‘লা লিগা ’ শিরোপা৷

https://p.dw.com/p/11F7j
ছবি: AP

শিরোপা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট৷ লেভান্তের বিপক্ষের খেলায় ১-১ গোলে ড্র করে সেই পয়েন্ট পেয়ে যায় বার্সা৷ জোহান ক্রুয়েফের বার্সেলোনা ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টানা চারবার লা লিগা শিরোপা ঘরে তুলেছিলো৷

‘‘শিরোপা জয়ের অনুভূতি সবসময় দারুন৷ এটা প্রাপ্য ছিল আমাদের সমর্থকদের৷''ম্যাচ শেষে একথা বললেন বার্সার মাঝমাঠের তারকা খেলোয়াড় জাভি৷

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ৬ পয়েন্টে৷ বার্সা-রিয়াল মুখোমুখি ম্যাচের পর বার্সা শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়৷

বার্সার কোচ হিসেবে তিনটি মৌসুম কাটানো পেপ গর্দিওলা প্রত্যেকবারই দলকে এনে দিয়েছেন শিরোপা৷ এখন অপেক্ষায় আছেন ২৮ মে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাবকে ঐ শিরোপাটিও এনে দেওয়ার৷

গর্দিওলা বলেন, ‘‘শিরোপা জয় সবসময়ই কঠিন৷ অন্যবারের মতো এবারও শিরোপা জয়ের জন্য আমাদের অনেক লড়তে হয়েছে৷''

গর্দিওলা বলেছিলেন, লেভান্তের বিপক্ষে ম্যাচে তিনি তাঁর তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেননা৷ সেই কথা রেখেছেন তিনি৷ তাই প্রথম থেকেই মাঠে দেখা গেছে লিওনেল মেসি, ডেভিড ভিয়া ও জাভিকে৷

খেলার শুরুতেই বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সা৷ তবে এদিন বেশ ঢিলেঢালা ভঙ্গিতে খেলতে দেখা গেছে তাঁদের৷ আক্রমণে যাওয়ার চেয়ে নিজেদের মধ্যে বল পাস করা নিয়েই ব্যস্ত ছিলেন মেসি ও তাঁর সঙ্গীরা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়