1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার সচল হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

৬ মার্চ ২০২৪

মঙ্গলবার আচমকাই বিশ্বজুড়ে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। মেটা জানিয়েছে, তা আবার কাজ করতে শুরু করেছে।

https://p.dw.com/p/4dCwU
স্মার্টফোনে ফেসবুকের লোগো, পেছনে মেটার লোগো
মঙ্গলবার আচমকাই বিশ্বজুড়ে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক ও ইনস্টাগ্রামছবি: Jaap Arriens/NurPhoto/picture alliance

ভারতীয় সময় মঙ্গলবার রাতে আচমকাই অচল হয়ে যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। মেটার তরফে জানানো হয়, কিছুক্ষণের মধ্যেই তা আবার সচল হবে। যান্ত্রিক গোলযোগের জন্য তা সাময়িক সময়ের জন্য অচল হয়েছিল।

ইন্টারনেটের ট্র্যাফিক কেমন, তা নিয়ে গবেষণা করে ডাউন ডিটেক্টর। মঙ্গলবার তারা জানায়, গোটা বিশ্বে পাঁচ লাখ মানুষের কাছ থেকে তারা ফেসবুক অচল হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছে। ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ জানিয়েছেন ৭০ হাজার মানুষ। বাস্তবে অবশ্য এই সংখ্যাটি অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আচমকাই ফেসবুক কাজ করা বন্ধ করে দেয়। কারও অ্যাকাউন্ট লক হয়ে যায়, কারও লগআউট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মেটার মুখপাত্র টুইট করে জানান, বিষয়টি দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

পরিস্থিতি এমনই হয় যে হোয়াইট হাউস এনিয়ে প্রতিক্রিয়া দেয়। তারা জানায়, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

ঘণ্টাখানেকের মধ্যেই অবশ্য মেটা সমস্যার সমাধান করে। ধীরে ধীরে ফেসবুক আবার সচল হয়। ইনস্টাগ্রামও চলতে শুরু করে। মেটা হোয়াটসঅ্যাপও নিয়ন্ত্রণ করে। সেখানে অবশ্য কখনোই কোনো সমস্যা হয়নি।

২০২১ সালে শেষবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল মেটা। সেবার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দীর্ঘক্ষণের জন্য অচল হয়ে গেছিল। এবার হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা না হলেও বাকি দুইটি প্ল্যাটফর্ম দীর্ঘক্ষণ বন্ধ ছিল।

এসজি/জিএইচ (রয়টার্স)