1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রভাব বাড়াচ্ছে চীন

নাদিনা সোয়ারজবেক/এআই১২ জানুয়ারি ২০১৩

আফ্রিকার জন্য রেডিও, সংবাদ সংস্থা, টিভি চ্যানেল এবং সংবাদপত্র চালু করেছে চীন৷ এসবের মাধ্যমে সেখানকার মিডিয়া খাতে নিজেদের প্রভাব বাড়ানোর উদ্যোগ নিয়েছে তারা৷ এটা অবশ্য লাভজনকই, কেননা বাণিজ্যও বাড়ছে এতে৷

https://p.dw.com/p/17Inc
Screenshot der Internetseite "CCTV Afrika " vom 03.01.2013. Link: http://cctv.cntv.cn/lm/africalive/01/index.shtml ***ACHTUNG: Das Bild darf nur im Zusammenhang mit der Berichterstattung zu "CCTV Afrika ." verwendet werden.***
ছবি: cctv.cntv.cn

গত বছরের প্রথম ছয় মাসে আফ্রিকায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন৷ অর্থের এই হিসেব দেখে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই৷ কেননা, গত তিন বছরে চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য বেড়েছে প্রায় তিনগুন৷ ফলে চীনের এই বিনিয়োগ মোটেই অপ্রয়োজনে নয়৷ দেশটি এবার মনোযোগী হয়েছে আফ্রিকার মিডিয়া খাতে৷ সেখানকার জনসাধারণের জন্য রেডিও, সংবাদ সংস্থা, টিভি চ্যানেল আর সংবাদপত্র চালু করেছে চীন৷

বিবিসি'র আফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞ মেরি হারপার বলেন, ‘‘আফ্রিকার মিডিয়া খাতে চীনের ক্রমবর্ধমান প্রভাব একটি স্বাভাবিক অগ্রগতি৷ আপনি যদি কয়েক বছর আগের দিকে তাকান, তাহলে বুঝবেন চীন আফ্রিকাকে ব্যাপক সম্ভাবনাময় অঞ্চল বিবেচনা করেই এগিয়েছে এবং বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হচ্ছে চীন৷''

Chinese woman stand in front of a billboard which promotes the upcoming China-Africa summit meeting, outside a hotel in Beijing Thursday Oct. 26, 2006. Beijing is making unusually lavish efforts to welcome leaders and officials from 48 African nations this week for a landmark summit meant to highlight China's huge and growing role in Africa. The Chinese characters at left read "Africa." (AP Photo/Greg Baker)
এখন প্রশ্ন হচ্ছে, আফ্রিকার মিডিয়া খাতে চীন আধিপত্য বাড়াতে এত উৎসাহী কেন?ছবি: AP

২০১২ সালের শুরুতে চীন ইংরেজি ভাষায় সিসিটিভি আফ্রিকা চালু করে৷ এই টিভি চ্যানেল ম্যাগাজিন, টক শো, তথ্যচিত্র প্রদর্শন ছাড়াও আফ্রিকার মুঠোফোন ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট টিভি ম্যাগাজিন প্রচার করছে৷ পাশাপাশি চীনের সংবাদ সংস্থা সিনহুয়া কেনিয়ার একটি মুঠোফোন কোম্পানির সঙ্গে যৌথভাবে সাব-সাহারান অঞ্চলে প্রথমবারের মতো মোবাইল নিউজ সার্ভিস শুরু করেছে৷

এখন প্রশ্ন হচ্ছে, আফ্রিকার মিডিয়া খাতে চীন আধিপত্য বাড়াতে এত উৎসাহী কেন? উত্তরটা দিলেন হারপর৷ তাঁর ভাষায়, পশ্চিমা গণমাধ্যম চীন সম্পর্কে সাধারণত নেতিবাচক সংবাদ বেশি প্রচার করে৷ কিন্তু আফ্রিকার জনসাধারণের কাছে চীন নিজেদের এমনভাবে উপস্থাপন করতে চায়, যা পশ্চিমা গণমাধ্যম থেকে ভিন্ন৷ তারা এখন চাইছে, আফ্রিকার জনসাধারণকে সেখানে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানাতে৷

পূর্ব আফ্রিকার মিডিয়া হাব খ্যাত কেনিয়ার নাইরোবিতে বিভিন্ন চীনা গণমাধ্যমের কার্যালয় রয়েছে৷ এদের মধ্যে আছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল, যারা গত কয়েকবছর যাবত সেখানে অবস্থান করছে এবং সোহেলি ভাষায় সংবাদ প্রকাশ করছে৷

চীনের এই মিডিয়া অগ্রগতির কিছু নেতিবাচক দিকও রয়েছে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইথিওপিয়ার কথা৷ চীন সেদেশে গণমাধ্যম নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি ব্যবস্থা তৈরিতে অর্থায়ন করেছে৷ ফলে এখন ইথিওপিয়ার গণমাধ্যম সরকারের সমালোচনা করতে গেলেই বিপাকে পড়ছে৷ এমনকি সাংবাদিকদের জেলও খাটতে হচ্ছে, যেমনটা চীনে দেখা যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য