1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আরো সাত হাজার সেনা পাঠাবে ন্যাটো

৫ ডিসেম্বর ২০০৯

আফগানিস্তানে আরো সাত হাজার সেনা পাঠানোর ব্যাপারে একমত হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ২৫টি দেশ৷ ন্যাটোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/Kqzg
ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকস্থলছবি: AP

শুক্রবার ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে আফগানিস্তানে আরো সেনা পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়৷ ন্যাটোর ছোট বড় সব মিলিয়ে ২৫টি দেশ আরো সাত হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ আগামী ২০১০ সালের মধ্যে এসব সেনা আফগানিস্তানে পাঠানোর কথা জানিয়ে ন্যাটোর মহাসচিব আন্ডের্স ফগ রাসমুসেন বলেন, এর অর্থ হচ্ছে আফগানিস্তানের আন্তর্জাতিক নিরাপত্তা সহকারী বাহিনী বা আইসাফ আগামী বছরে মোট ৩৭ হাজার সেনা পাবে৷ এটা একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ এবং এটার অত্যন্ত জোরালো প্রভাব থাকবে৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যদিও এই মুহুর্তে সাত হাজার সেনা পাঠানোর কথা বলছে ন্যাটো তবে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার পর্যন্ত সেনা নিশ্চিত করা হয়েছে৷ বাকি দেড় হাজার বাড়তি সেনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে আরো কয়েকটা দিন লাগবে৷

Westerwelle / Außenminister / Prag
জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে (ফাইল ফটো)ছবি: AP

এদিকে ন্যাটোর অন্যতম দুই দেশ জার্মানি ও ফ্রান্স কিন্তু তাদের আগের অবস্থানেই রয়েছে৷ এই দুই দেশের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী ২৮ জানুয়ারি লন্ডনে আফগানিস্তান বিষয়ক সম্মেলনের আগে আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে বিষয়টি আবারও সুনিশ্চিত করে বললেন, আমার মনে হয় আফগানিস্তানে সাফল্য সংক্রান্ত প্রকাশ্য বিতর্কটিকে আমরা কেবল সেনা সংখ্যার ওপর সীমিত করে ফেলেছি, সেটা খুব যুক্তিসঙ্গত নয়৷ কারণ আমরা ভুলে গেছি যে বাস্তবিক সাফল্যের সম্ভাবনা এবং যা আমাদের প্রয়োজন তা বিশেষ করে বেসামরিক পুনর্নির্মানের ওপর নির্ভর করছে৷

তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন যে বড় ধরণের ঝুঁকি থাকা সত্বেও আফগানিস্তানে সফলতা আনতে হলে ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক সহায়তা দিতে হবে৷

এদিকে ন্যাটোর নতুন প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ যদিও পেন্টাগনের পক্ষ থেকে আশা করা হয়েছিল ১০ হাজার সেনা তবুও আপাতত এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ওবামা প্রশাসনকে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন ন্যাটোর প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় বলেন, যে ধরণের ইতিবাচক সাড়া আমি পেয়েছি তাতে সত্যি মুগ্ধ হয়েছি৷ বাড়তি সেনা পাঠানোর যে প্রতিশ্রুতি সেটা তারই একটা প্রকাশ৷ একই সঙ্গে দেশগুলোর পক্ষ থেকে যে ধরণের মন্তব্য পেয়েছি সেগুলোও আমার হৃদয় ছুঁয়ে গেছে৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সপ্তাহে তাঁর নতুন আফগান কৌশল প্রকাশ করেন৷ এবং এর অংশ হিসেবে সেদেশে আরও ৩০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী